সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
বালকেরা একদিন হাসতে ভালবাসে ভাসতে ভালবাসে
ভালবাসতে ভালোবাসে বালকেরা একদিন
ফুল পাখি নদী নীল ঢেউ নীলাকাশ ভালোবাসে একদিন
লাল নীল জ্যোৎস্নায় ভালোবাসে কিশোরীর বৈকালী হাসি
বালকেরা একদিন গতি ভালোবাসে ভালবাসে সুন্দর স্বপ্নীল
আড্ডা ভালোবাসে নিরন্তর বালকেরা গান ভালোবাসে একদিন
ভাবতে ভালোবাসে বালকেরা একদিন বিপ্লব ভালোবাসে
বাঁচতে ভালোবাসে বালকেরা একদিন মরতে ভালোবাসে
বালকেরা একদিন সব ভালোবাসে
স্বপ্নধর বালকেরা যারা পণ করে একদিন জ্যোৎস্নায় হাত রেখে
কিশোরীর যৌবন উদ্ভাসিত করবে বলে যারা একদিন করে অঙ্গিকার
তারা একদিন বাঁচতে বড় লোভী হয়ে উঠে মরণে হয়ে উঠে ভীত
তারা একদিন বড় কুৎসিত খামচে থাকে নিজের ভেতর
সেই বালকেরা একদিন তেলাপোকা পাখি হয়
দূর্গন্ধময় উচ্ছিষ্টে আবক্ষ ডুব দিয়ে ভরে নেয় উদর
সেই বালকেরা একদিন
গোগ্রাসে পান করে গেলাস গেলাস অন্ধকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।