আমাদের কথা খুঁজে নিন

   

এই বিজয় আমাদের আরো বেশি দ্বায়িত্ব অর্পন করেছে।এখন সবাই সাবধান আর সতর্ক থাকতে হবে। ওই দেশদ্রোহীরা তাদের মরন কামড় দিতে চাইবে,

আমার আমিকে খুঁজি আমরা আজ সবাই খুশী যে আমরা আমাদের পুর্বসুরিদে নিরপরাধ মানুষের উপর আরোপিত পাশবিক নির্যাতন , গণহত্যা , ধর্ষন এর নূন্যতম বিচার এর প্রকৃয়ায় একটা প্রাথমিক জয় পেয়েছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে , অতি আনন্দিত হওয়ার, তৃপ্ত হওয়ার কোন সুযোগ নেই , সকল চিহ্নিত রাজাকার ও রাজাকারদের সর্দারদের রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমাদের উপর অর্থাত এই প্রজন্মের উপর অর্পিত দ্বায়িত্ব শেষ হবে না। গনহত্যায় নিহত , নির্যাতিত আমাদের মা-ভাই-বোনের কাছে আমাদের যে দায় তা শেষ হবে না। এখন সবাই সাবধান আর সতর্ক থাকতে হবে। ওই দেশদ্রোহীরা তাদের মরন কামড় দিতে চাইবে, রক্ত চাইবে।

দেশকে অস্থিতিশিল করে অবৈধ ভাবে ওদের খায়েশ মেটাতে চাইবে। বরাবরের মত ধর্ম কে নিজের স্বার্থে বিক্রি করে এই বিচারকে বাধা দিতে চাইবে। ধর্মের নামে মুনাফিকি করে দেশের সরল মানুষকে ভুল বুঝাবে। আজ আমাদের এই জয় আমাদের আরো শক্তি দিবে। আমরা আরো পরিশিতল আর সাহসি হব।

আমরা পথে আর আন্দোলনে থাকবো শেষ পযর্ন্ত। কোন বিভ্রান্তি তৈরী হতে পারে এমন যে কোন অপচেষ্টা আমরা রুখে দিব। দেশের মানুষদের মাঝে দখিয়ে দিতে হবে এই দেশের সংখ্যগুরু মানুষের পবিত্র ধর্ম এরা কত অপবিত্র ভাবে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে এরা। জামাত শিবির এর রাজনিতি আমাদের নিষিদ্ধ করতে হবে। সকল রাজাকারকে সকল রাজনিতি ও দলগত যে কোন কর্মকান্ড থেকে নিষিদ্ভ করতে হবে।

এই বিজয় আমাদের আরো বেশি দ্বায়িত্ব অর্পন করেছে। আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আন্দোলনে থেকে জাতিকে কলঙ্কমুক্ত করবো। জয় বাংলা। জয় মানুষ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।