আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিক্স:মরিয়ার্টি ও তৌফিকের যোগসাজসে মার্কিন কোম্পানির কাজ পাওয়া দরপত্রের ৩ মাস পূর্বেই নিশ্চিত,এদের বিরুদ্ধে গণআদালত গঠনের হুমকি তেল-গাস রক্ষা কমিটির

আমি সফল হতে চাই

মরিয়ার্টি ও তৌফিক এলাহীর বিরুদ্ধে গণআদালত গঠনের হুমকি দিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। বুধবার বিকেলে মুক্তাঙ্গনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বহিষ্কারের দাবিতে জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ লুট করতে বহুজাতিক কোম্পানিগুলো মরিয়া হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ কোম্পানিগুলোর দালাল, প্রচারক ও চাপ সৃষ্টিকারী হিসেবে কাজ করে। জেমস মরিয়ার্টি এ দালালদের একজন। এ যাবৎ বাংলাদেশের সমস্ত বহুজাতিক দুর্নীতির হোতা জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী হলেন বহুজাতিক কোম্পানির এ দেশীয় দালাল। সমাবশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মু. শহীদুল্লাহ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জোনায়েদ সাকি, রুহিন হোসেন প্রিন্স ও অধ্যাপক আব্দুস সাত্তার। সমাবেশ শেষে জাতীয় কমিটির বিক্ষোভ মিছিলে সিপিবি, বাসদ, গণসংহতি, ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত)সহ বিভিন্ন দলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। মিছিল মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, গুলিস্থান ও বায়তুল মোকাররম ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।