আমাদের কথা খুঁজে নিন

   

আমি আর ঢাকায় থাকব না।



আমি একজন ছাত্র, গত ৬ বছর যাবত ঢাকায় আছি। এটা উল্লেখ্য যে আমি মেসএ থাকি। প্রতি মাসে বাড়ি থেকে চলার জন্য ৫ হাজার টাকা আনি ( যদিও আগে কম আনতাম!)। আমার বাবা কয়েক দিন আগে অবসর নিয়েছেন। ৫ হাজার তার জন্য কষ্টকর হয়ে দারিয়েছে।টাকা দেওয়ার সময় বাবা বার বার বলেন আগে তো কম নিতি , এখন এত বেশী কেন? মানলাম জিনিস পত্রের দাম বারছে তাই বলে ২৫০০ এর জাইগাই ৫০০০ কেন? আমি বাবার চোখে শুধু তাকিয়ে তাক্তে পারি কিছু বলতে পারিনা। বলতে পারিনা ৬মাস যেতেই বাড়ীওয়ালা ভাড়া বাড়ায়, বাসের বারা বাড়ে প্রতি সাপ্তাহে( সিটিং সেরভিচে-এর নাম করে)। তবে মনে মনে এক্তা কথা বলতে পারি আমি আর এই ঢাকায় থাকবনা। আমাকে আর ১০ মিনিটের পথ ১ ঘন্টাই যেতে হবেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।