------
Freshers-দের জন্য খন্ডকালীন কাজ
Click This Link
খন্ডকালীন পেশা প্রথাটি বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ, আমেরিকায় প্রচলিত হলেও এশিয়ান কান্ট্রিগুলোতে উন্নত কয়েকটি দেশ ব্যতীত তেমন একটা প্রচলিত নয়। বিদেশে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ভ্যাকেশনে এবং অনেকেই প্রায় নিয়মিত পার্টটাইম জব করে। এদের বেশির ভাগই এশিয়ান, বিশেষত বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও পাকিস্তানের নাগরিক। আমাদের ছোট দেশগুলোর অর্থনৈতিক সীমাবদ্ধতা তথা চাকরীর বাজারের সীমিত সুযোগ-সুবিধার কারণে এখানে খন্ডকালীন চাকরীরর সুযোগ সুবিধা নেই বললেই চলে। বরং এ বিষয়ে আমাদের মনোভাব তথা বাস্তবতা হচ্ছে; যেখানে পূর্ণকালীন চাকরী জোটাতে ডজন ডজন জুতা ক্ষয় করতে হয় সেখানে আবার খন্ডকালীন চাকরী! বড্ড বেমানান! কিন্তু না এতটা হতাশ হলে চলবে না, এখন যুগের পরিবর্তনের সাথে সাথে তৈরী হচ্ছে চাকরীর নতুন নতুন ক্ষেত্র তথা মাধ্যম, যেখানে ফুল টইম চাকরীর চেয়ে বরং পার্ট টাইম চাকরী-ই মানানসই, তথা সমাঞ্জস্যপূর্ণ।
যেমন: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান, কল সেন্টার, ইভেন্ট ম্যানেজমেন্ট, টেলিমেডিসিন, সাইবার হোস্টিং, উপস্থাপনা ও আরজে, মডেলিং, মেডিকেল রিপ্রেজেন্টটিভ এবং বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং ও ব্যাংক বীমা প্রতিনিধিসহ বহু কিছু। চাকরী দাতা ও প্রার্থীদের মধ্যে সমঝোতা বা চুক্তির ভিত্তিতে শিক্ষার্থীরা পার্ট টাইম উল্লেখিত চাকরী সহজেই পেতে পারে। যদিও কাজ করে পড়াশোনা চালিয়ে নেয়া অত্যন্ত কঠিন তথা শ্রমসাধ্য বিষয়। এবং সবার পক্ষে একত্রে দুটি দিক সামাল দেয়াও সম্ভব না। তবে যাদের আন্তরিকতা ও নিষ্ঠা আছে, তারা এভাবেই উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি খন্ডকালীন চাকরীর মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নিচ্ছে এবং এক পর্যায়ে অনায়াসেই পূর্ণকালীন উন্নত চাকরী বা ব্যবসা করে প্রতিষ্ঠিত হচ্ছে।
এই সময়ের তরুণ যারা তারা একটু খোঁজখবর করলে নিজেদেরকে এ ধরনের পেশার সঙ্গে সম্পৃক্ত করতে পারবেন সহজেই। মনে রাখতে হবে তরুণ বয়সেই অভিজ্ঞতা অর্জন করতে পারলে পরবর্তী জবসলাইফে তা উপরে ওঠার সিঁড়িতে বাড়তি প্রেরণা জোগাবে। সময়ের সেই সুযোগ নেয়াই তারুণ্যের ধর্ম।
তথ্যসূত্র:
banglalifestyle.evergreenbangla
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।