জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"
মাঝে মাঝে ইচ্ছে হয় নিজের কালেকশন থেকে প্রিয় ইংরেজী গানগুলো আপলোড করে করে পোস্ট দেই। কিন্তু কপিরাইট আইনে এসব গান আপলোড করা আমার মত লোকদের পক্ষে (বিশেষ করে যারা আমেরিকায় থাকে) একটু ঝুকিপুর্ণই হয়ে পড়ে। কারন মাস দুয়েক আগে
kazaa থেকে অবৈধভাবে মাত্র ২৪টা গান ডাউনলোড করার জন্য মিনিসোটার এক সিঙ্গেল মাদারকে যে দেড় মিলয়ন ডলার পেনাল্টি করা হল তাতে সাধ করে কি আর কেউ বিপদ ডেকে আনতে চাইবে? শেষমেষ দেখা যাবে "আম ও গেছে ছালা ও গেছে"...তার উপর শুনেছি বাংলাদেশে আজকাল পলিথিনের ব্যাগও নাকি পাওয়া যায়না। তাই ভয় হয় এসব গান আপলোড করতে। বলা যায়না কখন কি হয়ে যায়।
তাই বলে অন্যরা যে করছেনা তাও কিন্তু নয়। তবে ঝুকিটা কিন্তু থেকেই যায়। যাইহোক,ইউটিউবে দেখার জন্য পছন্দের কয়েকটা গানের লিংক দিচ্ছি। (এগুলোর ফ্রি ডাউনলোড ও অনলাইনের বিভিন্ন ওয়েবসাইটে আছে)
প্রথমেই Tootsie ছবিতে গাওয়া স্টিফেন বিশপের অত্যন্ত জনপ্রিয় গান "It might be you."অসাধারন এই গানটি আজও আমেরিকায় সমান জনপ্রিয়। প্রতিদিনই এফ,এম রেডিওর কোন না কোন চ্যানেলে বাজছে।
http://www.youtube.com/watch?v=
নিকোলাস কেইজের ছবি Wild at heart এ Chris Isaac এর "Wicked Game" গানটা বোধ হয় কোনদিনই পুরোনো হবেনা।
http://www.youtube.com/watch?v= জেনিফার গ্রে এবং প্যাট্রিক সুয়েজে অভিনীত সেই বিখ্যাত Dirty Dancing ছবিতে প্যাট্রিক সুয়েজেরই গাওয়া "She is like the wind"
http://www.youtube.com/watch?v= এবং একই ছবির সেই ক্লাসিক গান "Time of my of my life" http://www.youtube.com/watch?v= কার না ভাল লাগে !
এ্যানিমেশন ফিল্ম Cinderella তে Venessa Williams এর "Save the best for Last" http://www.youtube.com/watch?v= অথবা Pocahontas ছবিতে Venessa Williams এর "Color of the wind" http://www.youtube.com/watch?v= আজও জনপ্রিয়। Robert Redford এবং Michelle Pfieffer অভিনীত Up Close And Personal ছবিতে সেলিন ডিওনের "Because You Love me" http://www.youtube.com/watch?v= গানটা বাদ দেই কি করে। একই ভাবে মেগ রায়ান অভিনীত "Sleepless in seattle" ছবিতে সেলিনের ডুয়েট গান "When I fall in love" http://www.youtube.com/watch?v= এর কথা উল্লেখ করতে হয়। টাইটানিক ছবির সেই অতি চর্বিত My heart Will go on এর কথা নাইবা উল্লেখ করলাম।
নিকোলাস কেইজ ও মেগ রায়ান এর "City of Angel" ছবিতে Sarah Mclahan এর "I am Your Angel" http://www.youtube.com/watch?v= মন খারাপ করা একটা গান। এরকম কত প্রিয় গান আছে যা উল্লেখ করার জন্য যথেষ্ট সময়ের ও দরকার। যাইহোক, সেদিন Judy Foster এবংDenzel Washinton এর ছবি Inside man দেখতে বসেই ঠাসকি খেলাম। ছবির শুরুতেই দেখি হিন্দী "দিল সে" ছবিতে সুখবিন্দরের গাওয়া "ছাইয়া ছাইয়া " গান Inside man এর টাইটেল মিউজিক হিসেবে ব্যবহৃত হয়েছে (এটা আগে জানতাম না )। http://www.youtube.com/watch?v=ভাবলাম, হিন্দী ছাইয়া ছাইয়ার ঢেউ তাহলে আমেরিকানদের ও স্পর্শ করেছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।