গাই জীবনের গান
অবশেষে(!প্যারোডি)
এখানে দুরন্ত শিশু খেলা করে না,নেই কোন গাছ,
ধূসর প্লেগ্রাউন্ডের 'পরে যখন নেমেছে এসে নিয়ন আলোর আঁচ,
পুলেতে স্মরণ করে একবার হিথটনের সন্ধ্যাবেলাকে।
ডে নেই নাইট নেই চলতে থাকে
জীবনের স্রোত;-কখনো হঠাৎ যেন দূর থেকে সবুজ আকাশ
এলিয়েনের গন্ধের মতো হৃদয়ে লাগায়ে যায় ত্রাস;
চেয়ে দেখ-তাহাদের অপরাপর লালিম বিন্যাস
নড়ে ওঠে ত্রস্ততায়;-আধো আলো আধো আধারের বুকে
ভার্বালের মতো দ্রুত এসে সড়কে,
অন্তর্হিত তারা হয়ে যেতে পারে বটে;
একজোটে কাজ করে যায় রোবটেরা কারখানায় দাপটে;
তবুও(অবশেষে) আঁধার নেমে আসে,ঘরে ঘরে-
কমিউনের আলো নেভে রাত্রির বিশ্রামের তরে।
(জীবনানন্দ দাশের একই শিরোনামের কবিতার প্যারোডি করার চেষ্টা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।