আমাদের কথা খুঁজে নিন

   

আগে কখনো এভাবে চোখের পানি ফেলেছি কি না জানি না :'(

ভাতের মজা কিছুতেই পাই না।

অভ্যেসবশত এক ব্লগ বাড়ি থেকে অন্য ব্লগ বাড়িতে ঘুরতে ঘুরতে হঠাৎ ব্লগার নিশাচর ছেলে 'র অসাধারন একটা ব্লগ 'কয়েকটি মুভি যেগুলো দেখে চোখের পানি আটকে রাখতে পারিনি (ডাউনলোড লিঙ্ক সহ) ' চোখে পড়ল। উনি তিনটি ছবির নাম, রিভিউ আর ডাউনলোড লিঙ্ক দিয়েছেন। এর মধ্যে একটা ছবির(Children Of heaven) কাহিনী আর পোস্টার দেখে মনে পড়ল ছবিটা অনেক আগে ভারতীয় চ্যানেল DD1 (দিল্লি দুরদর্শন) তে হিন্দিতে ভাষান্তরিত ভার্শনে দেখেছিলাম। তখন মনে হয় হাইস্কুলে পড়তাম।

পুরো ছবিটা মনে নেই। শুধু যাহরার একটা ডায়ালগ ই মনে আছে- নেহি, মুঝে বো লাল জুতা হি চাহিয়ে! (না, আমার শুধু ওই লাল জুতাটা ই চাই!) সাথে সাথে গুগল মামার দারস্ত হলাম। গুগল মামা আমাকে কখনই নিরাশ করেন না। আজও করেন নি। সরাসরি Children Of heaven ছবিটা অনলাইনে দেখার লিঙ্ক পেয়ে গেলাম।

আর যায় কোথায়, এক বসাতেই ছবিটা দেখে শেষ করলাম। ঘাড়ে প্রচন্ড ব্যথা নিয়েই শেষ করলাম। এক কথায় অসাধারন একটা ছবি। শুরু থেকেই কাঁদতে শুরু করেছিলাম। হ্রদয়ের গভীর থেকে কিভাবে যে এত কান্না উঠে আসল কিছুতেই বুঝতে পারলাম না...।

বাংলায় এই ছবির রিভিউ পড়ার জন্য এই পোস্টটি দেখতে পারেন। আরো জানতে হলে এখানে ঢুঁ মারুন। এখানে ও। ইরানি ভাষা বুঝিনা তাই ভলিউম অফ করে শুধু ইংরেজী সাবটাইটেল অনুসরন করছিলাম আর ব্যাকগ্রাউন্ডে এই গানটি রিপিট এ দিয়ে রেখেছিলাম। অসাধারন মুভি আর সনু নিগামের কন্ঠ আমাকে কাঁদিয়ে পুরোটাই শেষ করে দিল।

আশা করি যারা মুভিটি দেখেন নি তারা এখনি সময় পেলে দেখে ফেলবেন। আমার অনুভব শুধু একটাই... হায় দারিদ্র্যতা! হায় শিশুদের সরলতা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।