আমাদের কথা খুঁজে নিন

   

TVI express থেকে ৮৬০০০ টাকা আয় করেছি।



ধন্যবাদ গাঙচিল সালেহ মাহমুদকে। আমি তার পোস্ট পড়ার আগেই TVI express এ ৪টি আইডি ওপেন করেছিলাম। তাতে আমার খরচ হয়েছিল ৮৬০০০ টাকা। আমি আয়ের বিষয়টা পুরোপুরি বুঝতাম না। কিন্তু সালেহ মাহমুদ আমাকে আশ্বস্ত করাতে আমি ঐ টাকাগুলো খরচ করি।

জয়েন করেছিলাম ৪ ডিসেম্বর ২০১০ ইং তারিখে, গত ২৯/১২/২০১০ ইং তারিখে আমার ২টা একাউন্ট ট্রাভেলার বোর্ড সাইকেল আউট হয়েছে। ঘুম ভেঙে মোবাইল ম্যাসেজ চেক করে দেখি আমি ৫০০ ডলার করে ২টি পেমেন্ট পেয়েছি। আমি বিষয়টা সাথে সাথে সালেহ মাহমুদকে জানালে সে আমার ১০০০ ডলারের ভাউচার কিনে নেয় ৮৬০০০ টাকায়। আমি আরো দুটো আইডি থেকে আরো ৮৬০০০ হাজার টাকা এবং পরবর্তীতে প্রতিটি আইডি থেকে ১০০০০ ডলার করে পেমেন্ট-এর প্রতীক্ষায় আছি। ধন্যবাদ সালেহ মাহমুদ, ধন্যবাদ গাঙচিল।

ধন্যবাদ TVI express ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।