আমি খুবই সাধারণ
জিপির জ্বালায় বাঁচতেছিলাম না , এলো ব্রডব্যান্ড কানেকশন নিয়ে বাংলালায়ন ওয়াইম্যাক্স। যখন তখন কানেকশন বন্ধ করে দেয়। আবার কল দিলেও কানেকশন দিতে চায় না। কালকে রাতে আমার কানেকশন বন্ধ করার পর সকালে ও দুপুরে বারবার কল দেযা সত্ত্বেও আমার কানেকশন দিয়েছে সন্ধা সাতটায়।
বলে আনলিমিটেড কিন্তু আসলে তা নয়, আমার ১২৮ কেবিপিএস এ মাত্র আটগিগা। এটা কেমন কথা আনলিমিটেড মানে আট গিগা।
তাহলে আনলিমিটেড বলে লাভ কি?
সাম্রাজ্যবাদীদের আগ্রাসন আর কত? অন্য কোন কোম্পানিও এদের প্রতিদ্বন্দি হতে পারছেনা, যে সুযোগ সুবিধা বাড়াবে এবং রেটটা কমাবে।
কিউবি সেতো শুধু ঢাকায়।
আল্লাহ আমাদের বাঁচাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।