আমাদের কথা খুঁজে নিন

   

আজকের দিনেও নিজেরা নিজেরা কোপাকুপি করতে হবে!

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মহাসড়কে দুই পক্ষ অবস্থান নেয়ায় দেড় ঘন্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা পদ্মা এক্সপ্রেস নামে একটি বাস ভাংচুর করে।

সড়কের উপর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা ও জেলা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক প্রুপের ছাত্রলীগ নেতারা পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ নেয়। ফারুক গ্রুপের ছাত্রলীগ নেতা উপজেলা সভাপতি কামাল হোসেন ও জেলা সভাপতি জিএম হিরা বাচ্চুর নেতৃত্বে বেলা ১১টার দিকে নেতাকর্মীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে জমায়েত হতে থাকে। অপরদিকে দারা গ্রুপের পক্ষে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোকবুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হতে থাকে।

বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে ফারুক গ্রুপের নেতারা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। একই সময় দারা গ্রুপের মিছিলও কেন্দ্রীয় মসজিদের সামনে এলে পুলিশ আটকে দেয়। এ সময় দুই পাশে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উত্তেজিত ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেও কোপাকুপি করতে হবে? এই দিনটাও বাদ রাখলো না! হায়রে সোনার ছেলে!! Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।