নগরীর এ বারান্দা থেকে ও বারান্দায় হাউমাউ...
টিকেট চাই বলে রাতভর চলে অপেক্ষার উন্মাদনা,
বস্তির রিকশাওয়ালা থেকে রাষ্ট্রের সর্বেসর্বা কেউ ই বাদ যায়নি-
একটা টিকেটের জন্য সবার আক্ষেপ, সে কি হাহাকার !
আর আমার স্বপ্নে হঠাৎ ধুলিঝড়ে বয়ে আনে
টিকেটকে না বলতে পারার অদম্য সাহস-
আমি টিকেট চাইনা,
বিদেশী নর্তকীর নাঁচে স্টেডিয়াম ভর্তি মানুষ উন্মাতাল হলে হোক-
আমি আমার ঘরের বারান্দায় শীত পোহাবো,
একটা স্বপ্নকে বিসর্জন দেব- তবু টিকেট চাইনা.......
যদি আমার দেশের ঝিল-বিল সবুজের আরাধনায় জ্বলে ওঠে স্টেডিয়াম,
লালন আর বাউলে মূর্ছিত হয় তাবৎ পৃথিবী,
আমার প্রার্থণা থাকবে নিজস্বতায়,
নগরীর সব প্রান্তে মশাল জ্বালিয়ে স্বগর্বে বলব- আমরা বাংলাদেশী,
এটাই আমাদের বাংলাদেশ !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।