আমাদের কথা খুঁজে নিন

   

৫২ জন রচিত মহাকাব্য গরুটা খেয়ে গেল ফুলকপিটা

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

এটা কোন মহান সাহিত্য রচনার উদ্দেশ্য না। এটা ছিল শুধুই মজা করার উপলক্ষ্য।

ফেসবুকে ৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু নামে একটি মজার পেজ আছে। যেখানে মাঝে মাঝেই মজার স্ট্যাটাস দিয়ে থাকি। তেমনি একবার সব সদস্যদের উদ্দেশ্য করে বলা হল আসুন কবিতা কবিতা খেলি। আমি প্রথম লাইন দিয়ে দিলাম আপনারা যা খুশি যেভাবে পারেন মিলাতে থাকেন। সেভাবেই সৃষ্টি হল এই সম্মিলিত মহাকাব্য " গরুটা খেয়ে গেল ফুলকপিটা "।

পুরা ব্যাপারটাই আসলে একটা মজার অংশ। যার যার লাইনের সাথে তার তার ফেসবুক আইডি দিয়ে দিলাম। সবাই ফেসবুকে যেই পোস্টে কমেন্ট গুলো করেছিল সেটার লিঙ্ক সবার নিচে দিয়ে দিয়েছি। গরুটা খেয়ে গেল ফুলকপিটা ১)তুলতে পারলাম না সেই ছবিটা (Mushfiqul Alam Taanvinn ) ২)বাঘটা খেতে আসল সেই গরুটা.... (Mahjuba Akter Keka) ৩)বাবা দিল আমায় ঝাড়ি, সাথে দিল পিঠে বারি। (Mushfiqul Alam Taanvinn) ৪)সাথে তোমাকে নিয়ে লেখা মুল-কপিটা (Dola Chakraborty) ৫)এখন সবাই তাহলে খাবে কচুটা! (Misha Jannat) ৬)আহা কি অদ্ভুত সেই কবিতাটা (Aimlëss Pëdëstrian Tazdëën) ৭)মেরামত করতে হবে সব্জির বেড়াটা (Sadia Atique) ৮)ফুলকপিটা পঁচা ছিল তাত জানেনা, তাও খেয়ে গেল সেই গরুটা (Goten Blane) ৯)বসে বসে সবাই এখন ভাবছে সেটা (Oporahno Oyon Jannat) ১০)পরীক্ষাহলে খুঁজে পেলামনা সেই ফটোকপিটা(Schizophrenic Parag) ১১)পাশেই ছিল সেই নায়িকা নায়িকা ববিতা (Zisan Shafol) ১২)ফুলকপিতে ছিল সেই বিষধর বিছুটা।

(Towhid Tuhin) ১৩)তাহলে আমি খাই বৌ 'র ঝাটা (Promit Das) ১৪)বউ দাঁড়িয়ে, হাতে ডাটাটা (Being Kromannoy Khaled) ১৫) গরুটার ছিল ঘাড়কাটা, সাথে ছিল মাথাব্যাথা কারন, গরুটা ছিলো মস্ত বোকা। (শুভ Mitra) ১৬) ছুটলো পিছে মালিক তাহার, হাতে ছিল ঝাটা। (Sadaf Noor) ১৭) গরু পিছে ফিরে দিল মালিককে টাটা (Zora Ahmed) ১৮) সাথে নিয়ে গেল মালির গাভীর মনটা(Misha Jannat) ১৯) ছাগল হয়ে গেল বাড়ির মালিটা(Kazi Ashfaq Ul Alam) ২০) মালি আর কি করে উলটো পায়ে দিল হাটা (Shãtädru Tålùkdër) ২১) তবে ইম্প্রেস ঠিকি হল তার গাভীটা (Animated Martin) ২২) ফুলকপির সাথে গরু খেয়েছিল আমার বইটা (Imran Hossain Istiaq) ২৩) আমি তখন দেখছিলাম পাশের বাড়ির মেয়েটা (Shahwaz Ahmed Ovi) ২৪) ফুলকপির থেকেও মজা বাঁধাকপি, জানলনা গরুটা (Dipayon Arnab) ২৫) সবাই তাকিয়ে দেখে আর ভাবে, খেতে পারলাম না ফুলকপিটা(Amir Hossain ShOpon) ২৬) গরুর পিছনে তখন দিলাম হাটা, সঞ্চয় আমার বুকের পাটা গরুকে পিটিয়ে বানাব আটা, নিয়েও ছাড়ব ফুলকপিটা (Junayed Rahimin) ২৭) গরুটা বুঝলনা সেটা ছিল ফুলের কাটা (Asif Ud-daula Sifat) ২৮) গাভী গরুকে দিল বাঁশ, মালিক দিল বারি, গরুর সর্বনাশ(Oporahno Oyon) ২৯) ফুলকপিতে ছিল ব্যাকটেরিয়া, তাই খেয়ে গরুর হল ডায়রিয়া (Shovan Moon) ৩০) আমার কাছে আছে মুল-কপিটা, বছর বছর সত্যায়িত হবে সেই কপিটা মুলকপি-ফটোকপি, ফুলকপি-বাঁধাকপি, সব কপিতেই মারব একই সিলটা (Maidul Islam Shuvro) ৩১) দেখে কষ্ট পেল বাঁধাকপিটা ফুলকপি খেয়ে গেল গাধা গরুটা (Shovik Ckm) ৩২) সেই চিন্তায় হারাম হল আমার ঘুমটা বাজারে আমাকে পাঠিয়ে মা করেছে ভুলটা বাসায় ফিরলেই মা টেনে দিবেন কানটা (Mazedur Rahman) ৩৩) পান্ডুলিপি চাপা দিয়েছে মালগাড়িটা মাথাতে চাড়া দিল পাগলামিটা উলটে গেলো পাঁক ঘরে মাটির হাড়িটা হেসে তাই কুটি কুটি বিড়াল ছানাটা (Joybeer Ahmed Chowdhury) ৩৪) তুলতে চেয়েছিলা গরুর ছবিটা বেরসিক গরু বুঝলনা সেটা ছাড়লনা দিতে গুতাটা বুঝলনা আমার সমস্যাটা (Sabbir Alam Chowdhury) ৩৫) ফুলকপি খতে গিয়ে খেল এমন ধরাটা মার খেয়ে ভুলে গেল নিজের নামটা (Natasha Chowdhury) ৩৬) আহা মরি মরি কি প্রতিভা গরুটার দেখেই মন জুড়ে গেল গো আমার (Banisree Keya) ৩৭) জনগন বিশেষ দাবী, ফেরত চায় ফুলকপি, নিজেকে বড় বীর ভাবি (Junayed Rahimin) ৩৮) গরুটা খেয়ে গেল ফুলকপিটা দেখেই মাথার রক্তচটা। দৌড়ে যখন কাছে এলাম ফুলবানু কে দেখতে পেলাম। মিষ্টি হেঁসে বলল সরি।

(Reaj Sejan) ৩৯) গরুটা খেয়ে গেল ফুলকপিটা, যাবার সময় রেখে গেল ববিতার ছবিটা। (Habiba Khandoker) ৪০) গরুটা খেয়ে গেল ফুলকপিটা, খেয়েই ছেড়ে দিল মিল্কভিটা । সেটা দিয়ে বানিয়ে লাচ্ছা সেমাই, শশুর বাড়িতে এলো নতুন জামাই। (Shadha Moner Manush) ৪১) গরুটা খেয়ে গেল ফুলকপিটা রেখে গেল ডাইজেস্টেড গোবরটা বেকায়দায় হাটতে গিয়ে দিয়ে ফেললাম পাটা। (Wêrêwølf Zubair) ৪২) গরুর মালিককে ধরে পিটা মালিক যদি করে ঘাউরামি সসবাই মিলে ওরে দে দৌড়ানি মালিক যদি বন্ধ না করে তাফালিং গরু তুই বাইর কর তোর শিং (Rocky Ashley Raye) ৪৩) গরু তাহার ফুলকপি খেয়ে আরও খায় ভাতের মাড় কবিতা লিখা বাদ দিয়ে খুঁজে বের করেন গরুটা কার? খুঁজে পেয়ে যদি পান গরুর মালিক সাব নারিকেল গাছে উইঠা মাথায় ফালান দুইটা ডাব।

(Shohag Bangladeshi) ৪৪) গরুটা খেয়ে গেল ফুলকপিটা তার আধাঘন্টা পর, হয়ত কেটেছিল জাবর জানলনা তাকে নিয়ে মানুষ লিখবে কবিতা তার নৈমত্তিক কাজ, খেয়েছিল ফুলকপিটা। (Kazi Azharul Islam) ৪৫) গরুটা খেয়ে গেল ফুলকপিটা হায়রে মোর কপাল ফাটা দুপুরে খেলাম তাই ঘাস বাটা কপালে পড়ল বউয়ের ঝাটা রাগ করে তাই দিলাম হাটা (Mahmudur Rahman Mithun ) ৪৬) লাফায় আমার কপি বাগান জুরে যখন তখন গরুটা ঘুরে ঘুরে ফিরে ফিরে টাংকি মারে আমার বলদের সাথে যখন তখন (Tanvir Ahmed) ৪৭) গরুটা খেয়ে গেল ফুলকপিটা আর আমি দিতে পারলামনা একটাও চাঁটা রাগে দুঃখে মোর মাথায় পড়ল ঠাটা বেহশতে গেলাম চলে সবাইকে দিয়ে টাটা (Arijeet Avik) ৪৮) ছাগলটা আবার খেয়ে গেল মুলাশাক তাই দেখে সবার মাথায় হাত (Sakil Rahman) ৪৯) গরুটা খেয়ে গেল ফুলকপিটা লেজ দিয়ে টান দিয়েই খাইলাম ঝাটা। (Pushpita Kundu Jui) ৫০) গুঁতা খেয়ে উঠে গেলাম আসমানে তা দেখে সবাই তালি দেয় সমানে (Shadha Moner Manush) ৫১) গরু খেয়ে গেল ফুলকপিটা সাধেই কি বলি রেখ দিয়ো ফটোকপিটা শুনলেনা কথাটা আমার দেখো মজাটা এবার (Arifa Samoly) ৫২) গরুটা খেয়ে গেল ফুলকপিটা, মালিক গিযে দিল পিটা , ''কীভাবে খেল গরুটা !!!! ~ এখানেইতো ছিল বাধা.. গরুটা দেখি আস্তো গাধা'' (Tonmoy Majumder) সবাই যেখানে কমেন্ট করেছিল সেটা এখানে ক্লিক করলে পাওয়া যাবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।