নাজমুল ইসলাম মকবুল
মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদীনা
নাজমুল ইসলাম মকবুল
আশায় আশায় দিন ফুরাইলো
আশা পুরণ হইলো না
মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদীনা। ।
মদীনারও ধুলা বালি দিতাম আমার গায়
দিবা নিশি পইড়া থাকতাম নবিজীর রওজায়
আজও আমি কান্দি বসে
হইয়া ব্যাকুল বেফানা। ।
রিয়াদ্বিল জান্নাতে আমি বসতাম নিরিবিলি
নবীর ধ্যানে দুর হইতো মনের সকল কালি
আজও আমি পারলামনারে
যাইতে সোনার মদীনা।
।
সাত সমুদ্র তেরো নদী কেমনে দিবো পাড়ি
মনটা আমার ছটফট করে যাইতে নবীর বাড়ী
আজও আমি রইলাম বসে
মনটা আমার দিওয়ানা। ।
পাখি হইলে উড়াল দিতাম যাইতাম মদীনায়
সালাত ও সালাম জানাইতাম নবিজীর রওজায়
আজও আমি আশায় আছি
কেমনে যাবো মদীনা। ।
কবর যেন হয় যে আমার মদীনারও পাশে
রওজা পাকের খুশবো যেন আমার নাকে আসে
আজও আমি আশায় রইলাম
যাইতে সোনার মদীনা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।