আমাদের কথা খুঁজে নিন

   

১০% খ্রিস্টানদের চাপে ভয়ে জড়সড় ৯০% মুসলিম।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
মিসরের আলেকজান্দ্রিয়ায় গাড়িবোমা হামলার জের ধরে চলমান সহিংসতার শিকার হলেন দেশটির অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মন্ত্রী ওসমান মোহাম্মেদ ওসমান। রোববার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন তার গাড়ির দিকে ধেয়ে যায় এবং পাথর ছুড়ে মারে। কায়রোর সেন্ট মার্কস ক্যাথেড্রালের দায়িত্বপ্রাপ্ত পোপ তৃতীয় শেনুদার সঙ্গে বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ ওসমান মোহাম্মেদ ওসমান সাক্ষাত্ করে সমবেদনা জানান। এ সময় শত শত খ্রিস্টান ধর্মাবলম্বী গেটের ভেতর ভিড় করে।

সেখান থেকে বের হয়ে আসার সময় বিক্ষোভকারীরা তাকে ধাওয়া করে এবং পাথর ছুড়ে মারে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে গেটের বাইরে অবস্থান নেয়া পুলিশের সংঘর্ষ বেধে যায়। পুলিশের একজন কর্মকর্তা জানান, বিক্ষোভকারীদের পাথরের আঘাতে কমপক্ষে ৪০ পুলিশ আহত হয়েছে। উল্লেখ্য, মিসরের উত্তরাঞ্চলের শহর আলেকজান্দ্রিয়ার একটি চার্চে নববর্ষের অনুষ্ঠান শেষে লোকজন বেরিয়ে আসার পথে গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২১ জন নিহত এবং ৭৯ জন আহত হয়।

এর পর থেকে আলেকজান্দ্রিয়ায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন পুলিশ ও মুসলমানদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলার সঙ্গে আল কায়দার মতো ইসলামী সন্ত্রাসীদের হাত আছে বলে মনে করেন। এদিকে, বোমা হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। শত শত খ্রিস্টান সংখ্যালঘু কায়রো এবং আলেকজান্দ্রিয়ার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। হাতাহাতির ঘটনাও ঘটে। সংঘর্ষ চলে রাত অবধি। নয় সারির দাঙ্গা পুলিশের বেষ্টনীর মধ্যে বিক্ষোভ মিছিলটি পিছু হটতে বাধ্য হয়। এ সময় চার্চের এক কর্মকর্তা জনতাকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন।

লোকেরা চিত্কার করে বলছিল, নিরাপত্তা বাহিনী তুমি তাদের পক্ষে না আমাদের পক্ষে? সরকার একটা কাপুরুষ। তারা আরও বলে—পোপ শেনুদা, আমরা তরুণেরা বুকের রক্ত দিয়ে তোমাকে রক্ষা করব। বিপ্লব, বিপ্লব মিসরে, মিসরের সব চার্চে বিপ্লব। বিক্ষোভকারীদের অনেকে এসময় কাঠের তৈরি ক্রুশ বহন করছিল। এর আগে কায়রোতে যে চার্চে বোমা হামলা হয়েছিল সেখানে সরকারি কর্মকর্তারা সমবেদনা জানাতে যান।

সেখানে তারা জনতার তোপের মুখে পড়েন। চার্চ প্রাঙ্গণে উপস্থিত খ্রিস্টানরা চিত্কার করে বলে, স্বরাষ্ট্রমন্ত্রী তুমি কোথায়? তোমার চোখের সামনে আমাদের ভাইদের তারা হত্যা করা হয়েছে। বিক্ষোভকারীরা এক মন্ত্রীর গাড়িতে পাথর নিক্ষেপ করলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। পরিস্থিতি সামলাতে কায়রো এবং আলেকজান্দ্রিয়ার গির্জাগুলোতে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।