আমাদের কথা খুঁজে নিন

   

'গীকসফোন' এর তৈরি ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোনের বিক্রি শুরু এখনই

(প্রিয় টেক) ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন বাজারে আসছে এটা পুরনো খবর। মজিলার দেওয়া ঘোষনা অনুযায়ী এবছরের মাঝামাঝি সময়ে ৯ টি দেশে বিক্রি শুরুর মাধ্যমে জনসাধারনের জন্য বাজারে আসবে ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোনগুলো। তবে মজিলা তাদের স্মার্টফোন বাজারে আনার আগেই GeeksPhone নামে একটি কোম্পানি বিক্রি শুরু করেছে ফায়ারফক্স ওএস চালিত তাদের দুটি স্মার্টফোন Keon এবং Peak। তবে স্মার্টফোনদুটি মূলত তৈরি করা হয়েছে ডেভেলপারদের জন্য যারা পূর্ব থেকেই ফায়ারফক্স ওএস এর জন্য অ্যাপস তৈরি শুরু করতে আগ্রহী। ফলে সাধারন ব্যাবহারকারীদের জন্য ফায়ারফক্স ওএস এর সম্পূর্ন সুবিধা পাওয়া যাবে না এই ডিভাইসটিতে।

সোর্স: http://tech.priyo.com     দেখা হয়েছে ৫২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।