লেখাপড়ার ফাঁকে ফাঁকে কবিতা, ছড়া, গান ও গল্প লিখি
কামীনির ঐ ঝোঁপের মাঝে
ফুল পাখিদের সভা,
ফুল-পাখিরা নিচ্ছে মেখে
মিষ্টি ভোরের আভা।
ভোরের হাওয়া গায়ে মেখে
হাঁটছি যখন আমি,
ফুল-পাখিদের মিষ্টি ডাকে
হঠাৎ করেই থামি।
ফুল-পাখিরা বলল আমায়
ওহে ক্ষুদে কবি,
এসো মোদের কাব্য সভায়
কাব্য আনো সব-ই
ফুল-পাখিদের নিয়ে তুমি
একটু লেখো ভাই,
মোদের সুখে-দুঃখে তোমার
সঙ্গে থাকা চাই।
সত্যি আমি গর্বিত আজ
তুচ্ছ আমায় নিয়ে,
ফুল-পাখিদের বন্ধু হয়ে
উঠি তাদের না’য়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।