আমাদের কথা খুঁজে নিন

   

বিব্রতকর মুহুর্তগুলো ... ( পর্ব - ১ )

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
আমি তখন অনেক ছোট, আপুনির স্কুলে যেত আর আমাকে বাসায় থাকা লাগতো , ঘরে অন্য কোন খেলার সাথী ছিলোনা বলে আম্মুকে সারাদিন যন্ত্রনা দিয়েই সময় কাটাতে হতো ... পড়ালেখার তেতো স্বাদটা তখনো পাইনি বলেই স্কুলে যাওয়ার নেশায় চেপে ধরেছিলো বেশ কিছুদিন ... কিন্তু যাব কিভাবে ? আপুনি তো গার্লস স্কুলে পড়ে ... এখন উপায় ? ... দু ভাই বোন মিলে এর একটা উপায় বের করে আম্মুকে বলতেই কনফিউশনে পড়ে গেলেন ... বিষয়টা তেমন কিছুনা , আমি আপুনির সাথে তার ক্লাসে ছোট বোন সেজে যাব, তার জন্য আম্মুর একটু হেল্প লাগবে ... কেমনে কি হবে সবার মাথা আউলায়ে গেসে , শেষমেষ আপুনি তার ছোট হয়ে যাওয়া একটা নতুন ড্রেস দিলো, আম্মু করে দিলো মেকআপ ... আর আমি জীবনের প্রথম স্কুল করলাম আপুনির সাথে বসে একই ক্লাসে , তাও আবার গার্লস স্কুলে প্রাইমারী স্কুল জীবনের কাহিনী ... মিশনারী স্কুলের কো এডুকেশন সিস্টেমে পড়লেও ক্লাসের ভিতরেই ছেলে মেয়েরা নিজেদের আলাদা আলাদা গ্রুপ বানিয়ে ফেলেছিলো সেই বয়সেই ... সুযোগ পেলেই এক গ্রুপ অন্য গ্রুপকে ডলা দেয়াটা পড়ালেখার চেয়ে বেশী ইমপর্টেন্ট কাজ হয়ে গিয়েছিলো আমাদের জন্য ... সুতরাং সবাই সুজোগের অপেক্ষায় থাকতো অন্যদের ক্যামনে ফান্দে ফেলা যায় ... এমনি সময় একদিন স্কুলের গেট দিয়ে ঢুকতেই আরিফ এসে বললো ... অন্তু দেখ কি পাইসি আজকে ... বলেই ছোট্ট কাগজের টুকরা আগায়ে দিলো ... ভাজ খুলে দেখি লেখা " আই লাভ ইউ" ...তার নিচে হার্টের সাইন একে সাথে লিখা "এ + আই " ... কইলাম এইটা কি ? কৈ পাইছিস ? ... ও বললো -- আইরিনের নোটবই থেকে পড়েছে আজকে সকালে , জিনিসটা যদিও আমার জন্য লেখা তবুও চল একটা ক্যারাব্যারা লাগায়ে দেই ... আমি কইলাম তোরে দিসে ক্যামনে বুঝলি ? ... দেখ না গত কয়েকদিন আমাক সাথে সেধে কথা বলতে আসছিলো, আর বলতেছিলো কি জানি একটা কাজ করে দিতে , সেটা যেদিন করতে বলবে আমি যেন মানা না করি ... আর আই তে আইরিন এর সাথে এ তে আরিফ ... কিছু বুঝা গেল ? ... আমি বললাম -- তোরে লিখে থাকলে তুই ওর কাছে গিয়ে জিজ্ঞেস কর , কাহিনী কি ... আরিফ বলে -- একলা যাইতে সাহস পাইনা , ওরা পুরা গ্রুপ বাইন্ধা বইসা আছে, তুই ও চল একসাথে যাই ... এরপর ওর সাথে গেলাম এন্টিপার্টির কাছে , আরিফ গিয়া ই সোজা আসকায়া বসছে -- আইরিন এইটা কি ? ... আইরিন বলে -- কোনটা ? ... ছোট্ট কাগজটা সামনে এগিয়ে দিয়ে আরিফ বলে -- আই + এ কারা ? ... সাথে সাথেই আইরিনের উত্তর -- আই তে আমি, এ তে অন্তু (লেখাটি চললেও চলতে পারে ....)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।