আমাদের কথা খুঁজে নিন

   

সময় এবং বেদনারা...

আমি ভাল নই!

রাত যত গভীর হয় বেদনারা ততো বেশি হাত-পা ছড়াতে থাকে। কষ্টরা আসবেই এটাই প্রত্যাশিত। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বরং কষ্টদের ভাবতে এখন ভালই লাগে। যার কাছে যে প্রত্যাশা তা পূরণ না হওয়ার আরেক নাম ব্যর্থতা।

যে কারণে আমি নিজেকে ব্যর্থ মানুষ হিসেবে স্বীকার করে নিয়েছি। আমার ব্যর্থতা ভালবাসায়, আমি মানুষকে ভালবাসতে জানিনা। আমার ব্যর্থতা দয়া দাক্ষিন্নে, আমি কাউকে দয়া করতে পারিনা, পারিনা দয়া নিতেও। মানুষের অবহেলা-অবজ্ঞা আমায় খুবই যন্ত্রণা দেয়। মিথ্যাচার আমায় এতোটাই পীড়া দেয় যে, মনে হয় এর চেয়ে মরে যাওয়ায় ভাল।

কিন্তু মানুষের কাছ থেকে বারবার ঘুরে ফিরে এসবই পায় আমি। সময় আমাকে বেদনা দিয়েই চলেছে। আসলে আমি বেদনা প্রাপ্তিরই উপযুক্ত। কারণ আমিই ভাল নই....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।