আমাদের কথা খুঁজে নিন

   

হে উর্বশী রমণী

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

হে উর্বশী রমণী আমার অবাধ্য হাত দুটো শুধু তোমাকেই ছুঁতে চায়, আমার বেপরোয়া চোখ দুটো শুধু তোমাকেই দেখতে চায়। আমি প্রতারক নই, এমন প্রতীজ্ঞায় আশ্বস্ত হতে পারো কতটুকু? বিশ্বস্ত বন্ধুও সময়ে অবিশ্বাসী হয়ে উঠতে পারে, প্রগলভ্তার সীমা ছাড়িয়ে অনায়াসে প্রলোভনে জড়াতে পারে। হে উর্বশী রমণী- বন্ধু আমার, তোমার সংস্পর্শে আমার চেতনার পৌরুষ সহসাই জেগে ওঠে গোপনে। আমি ক্রমশঃই পাপিষ্ঠ হয়ে উঠি একান্ত নিভৃতে। তুমি ভাবতেই পারো, আমি বন্ধুত্বের সীমা লঙ্ঘনকারী এক প্রতারক। আমি নিত্য শাসিত হই বোধের বিচারে, আমি প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হই বিবেকের কাঠগড়ায়। অথচ পাপমুক্তির সহজতম উপায় বেছে নেবো এমন দুঃসাহস আমার নেই। আমি কিছুতেই বলতে পারিনা, হে উর্বশী রমণী- তুমি মোটেও আমার বন্ধু নও, শুধুই প্রেয়সী। এবার আমাকে কি শাস্তি দেবে দাও, তোমায় একছত্র ভালবাসার বিনিময়ে আজীবন কারাভোগ সইবো হাসিমুখে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।