১. টয় স্টোরি ৩
টাইম সাময়িকীর চোখে ২০১০ সালের সেরা ছবিটি বহুল আলোচিত অ্যানিমেশন সিরিজ টয় স্টোরির ৩ নম্বর কিস্তি, টয় স্টোরি-৩। লি আনক্রিচ পরিচালিত ছবিটিও সিরিজের আগের ছবিগুলোর মতোই একদল খেলনাসামগ্রীর কাণ্ডকীর্তি নিয়ে তৈরি। ছবিতে এবারও কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেনের মতো তারকারা। ২০১০ সালের সর্বাধিক আয়ের রেকর্ডও এই ছবির।
২. ইনসাইড জব
২০০৮ সালে সৃষ্ট অর্থনৈতিক মন্দার পেছনের মানুষ কারা? সেসব রাঘববোয়ালের কর্মকাণ্ড এবং মন্দার কারণ অনুসন্ধান নিয়ে চার্লস ফার্গুসনের তথ্যচিত্র ইনসাইড জব।
না, অন্য সব ছায়াছবির মতো কাল্পনিক কোনো ধুরন্ধুর চোর বা ডাকাত সর্দার নয়, সত্য কাহিনি অবলম্বনে তৈরি এই তথ্যচিত্রের রাঘববোয়ালেরা সবাই শতভাগ বাস্তব দুনিয়ার মানুষ।
৩. নেভার লেট মি গো
শুধু গুরুতর অসুস্থদের অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহের জন্য কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বিশেষ একদল মানুষ। জাপানি বংশোদ্ভূত ইংরেজ সাহিত্যিক কাজুউ ইশিগুরোর লেখা একই নামের উপন্যাস থেকে তৈরি নেভার লেট মি গো একটি বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক ছবি। তবে বিজ্ঞান নয়, মার্ক রোমানেক পরিচালিত এই ছবির আসল কেন্দ্রবিন্দু ভালোবাসা। অভিনয় করেছেন ক্যারি মুলিগান, অ্যান্ড্রু গারফিল্ড ও কেইরা নাইটলি।
৪. লাইফ ডিউরিং ওয়ারটাইম
জেল থেকে সদ্য ছাড়া পেয়েছে শিশু যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত একজন। তার দুই ছেলেকে খুঁজছে সে।
৫. দ্য সোশ্যাল নেটওয়ার্ক
টাইম ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ফেসবুক-স্রষ্টা মার্ক জাকারবার্গ। তাঁর জীবন নিয়ে (যদিও বড় একটি অংশ কল্পনাপ্রসূত) ডেভিড ফিঞ্চার পরিচালিত এই ছবি।
৬. র্যাবিট হোল
সদ্য সন্তানহারা এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন নিকোল কিডম্যান।
আরও আছেন অ্যারন একচার্ট। দুজনই ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছেন এই ছবিতে।
৭. ওয়াইল্ড গ্রাস
দুজন মানব-মানবীর বিপজ্জনক বন্ধুত্বের গল্প।
৮. গ্রিন জোন
আমেরিকার ইরাক আক্রমণ পরবর্তী পটভূমিতে তৈরি বছরের অন্যতম আলোচিত থ্রিলার ছবি।
৯. ওয়েটিং ফর ‘সুপারম্যান’
যুক্তরাষ্ট্রের সরকারি শিক্ষাব্যবস্থার ব্যর্থতা নিয়ে তৈরি তথ্যচিত্র।
১০. ফোর লায়নস
পরিচালক ক্রিস মরিসের পয়লা কাহিনিচিত্র। ইংল্যান্ডের একটি জঙ্গি সংগঠনকে নিয়ে তৈরি হয়েছে এই কমেডি ছবি।
Akber Rabby
+8801717877194
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।