Speak no evil, hear no evil, see no evil.
আমরা অনেকেই জানিনা ইউ কে, ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, ব্রিটিশ আইলস কোনটা কি। সব একসাথে গুলিয়ে ফেলি, তাইনা?
চলুন জানি কোনটা কি..।
ইংল্যান্ড - একটা দেশ, রাজধানী লন্ডন। (নীচে ছবি)
স্কটল্যান্ড - একটা দেশ, রাজধানী এডিনবার্গ। (নীচে ছবি)
ওয়েলস - একটা দেশ, রাজধানী কার্ডিফ। (নীচে ছবি)
নর্দান আয়ারল্যান্ড - একটা দেশ, রাজধানী বেলফাস্ট।
এখন আসুন...
গ্রেট ব্রিটেন = ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস মিলে (নীচে ছবি)
ইউ কে = ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ড মিলে, রাজধানী আবার লন্ডন (নীচে ছবি)
ব্রিটিশ আইলস = ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড এবং রিপাবলিক অব আয়ারল্যান্ড মিলে (নীচে ছবি)
ইউ কে এর পুরো নাম United Kingdom of Great Britain and Northern Ireland।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।