বাঙলা কবিতা
বৃষ্টিতে ভিজিনি বলে তোমার বাড়িতে যেতে লজ্জা
হলো, খুব; চরদখলের শব্দে হা হা করে ধেয়ে আসা
লাঠিয়াল বাহিনীর মত সামান্য ডাকাতবৃষ্টি____
তার ভয়ে আমি কিনা নিরাপদ আশ্রয় খুঁজেছি !
রকেট লাঞ্চার নিয়ে ছুটে আসা ত্রাসের নগরী,
অগ্নিকাণ্ড, রক্তে হোলিখেলা... আরও তো অনেক কিছু
দস্যুময় দিনের বর্ণনা, আমরাই পেরিয়ে এসেছি !
এই ভেবে, প্রগাঢ় লজ্জার ছায়া গ্রাস করে নিলো;
মনে হলো, আমি ভীরু, পলায়নপর; তা না হলে,
সামান্য বৃষ্টির ভয় আমাকে মানায় ? লজ্জা হলো...
আমি তো প্রেমিকমাত্র নই ! আমি কবি,
স্তনের নির্জনে চোরা-চুমু খেয়ে পালিয়ে যাবার জন্য,
কবিরা জন্মে না।
ত্রাসের বৃষ্টিতে ভিজে, একদিন, তোমার উঠানে
সটান পৌঁছবো, কিছু বলবো না মুখে, প্রকাশ্যে দেখাবো___
কবিরাই বিপ্লবী প্রেমিক, দ্বিধান্বিত নয়,
কোনও গড়পড়তা কাপুরুষ নয় ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।