পরিবর্তনে বিশ্বাসী
ঢোল তবলা আর ভ্যাপুর আওয়াজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২-১-২০১১ তারিখের শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। ৩৯ তম ব্যাচ এবং আই টি ও বিজনেস স্টাডিজ অনুষদের এক বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল ৯.৩০ মি. থেকে ঢোল-তবলা-ভ্যাপুর আওয়াজ শুরু হয়। বিভিন্ন বিভাগ, হলের শিক্ষার্থীরা ও অনুষদ তাদের পৃথক পৃথক শোভাযাত্রার আয়োজন করে। এতে সবকটি শোভাযাত্রা মিলিয়ে প্রায় ১২ থেকে ১৫ টি ব্যান্ড পার্টি অংশ নেয়। শোভাযাত্রা গুলো ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সমাজ বিজ্ঞান অনুষদ ভবন, নতুন কলা ভবন, পুরাতন কলা ভবনসহ বিভিন্ন অনুষদ ভবনের ভেতরে ও বাইরে নাচ গানের সাথে তাদের উৎসব পালন করে।
ফলে ৩৯ ব্যাচ বাদে অন্যান্য ব্যাচের ক্লাশ ও পরীক্ষা মারাত্মক ভাবে বিঘ্নিত হয়। সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে বিজনেস স্টাডিজ বিভাগের অবস্থান হওয়ায় তারা আদের রুম গুলোতে ২০-৩০ মি. ধরে ঢোলের তালে নাচতে থাকে। এতে করে অন্যান্য বিভাগের ক্লাশ গুলোতে কোন ধরণের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। এমনকি ক্লাশ নিতে না পেরে ক্লাশ শিক্ষককে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যেতে দেখা গেছে। ১০.২০ মিনিটে জাবি প্রো ভিসি (প্রশাসন) ড. ফরহাদ হোসেনের নেতৃত্বে বিজনেস স্টাডিজ অনুষদের শোভাযাত্রাটি নতুন কলা ভবন অতিক্রম করে।
এসময় ব্যান্ড পার্টির ঢোলের মারাত্মক আওয়াজ আসতে থাকে। ব্যান্ড দলের ' ও টুনির মা ...................' গানের বাদ্যের তালে তালে অংশগ্রহণ কারীরা হৈ হুল্লোর করতে করতে নতুন কলা ভবন অতিক্রম করে। সমাজ বিজ্ঞান অনুষদ ভবন ও পুরাতন কলা ভবনের সম্মুখে ও অভ্যন্তরেও বিভিন্ন বিভাগ ও হল ব্যান্ড পার্টির আওয়াজের তালে নাচতে নাচতে প্রদক্ষিণ করে। প্রশাসনের পক্ষ থেকে ক্লাশ চলাকালীন সময়ে একাডেমিক ভবন গুলোর অভ্যন্তরে কোন ধরণের মিছিল বা শোভাযাত্রা প্রবেশ নিষিদ্ধ থাকলেও স্বয়ং সমাজ বিজ্ঞান অনুষদের জীনরে অফিসের সামনের প্রায় আধা ঘন্টা ব্যাপী হৈ হুল্লর আর ঢোলের আওয়াজ কিভাবে চলতে পারল তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।