আমাদের কথা খুঁজে নিন

   

দুই চোখে ঘুম নেই; চোখ রাখি দেয়ালে

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

ভুলবো না বন্ধু ভোলা যায় না আয়রে আরো কাছে আয়রে, আয় না আরো কাছে আয় না। তোর চোখে জল করেছে টলমল কী করে ভুলে তোকে কোথায় রাখি শোকে আয়, আয়- আয়রে কাছে এখানে আমির আমি আছে শিশিরে সবুজ ঘাসে আজও আমি তোর পাশে! ভুলবো না বন্ধু ভুলতে বলিস কেনো? না হোক আবার দেখা না হয় একাকী, একা তবুও ভুলি না যেন! ভুলবো না বন্ধু তোকে কী ভোলা যায় তোর-তোকে মন চায় আয়, আয়রে কাছে আয়! দুই চোখে ঘুম নেই চোখ রাখি দেয়ালে সরারাত জেগে থাকি শুধু তোর খেয়ালে! তোর চোখে দিন আঁকি বিকেলের মায়া ঢাকি পাখিদের ডাকাডাকি তবুও কী সবই ফাঁকি ভুলবো না বন্ধু ভোলা যায় না কত কিছু মনে পড়ে বুক ভরে নড়ে-চড়ে আয় না বন্ধু আয় আয়রে কাছে আয় না! ভুলবো না বন্ধু, ভোলা যায় না!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।