আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ সংখ্যার লেখালেখি...



ঈদ সংখ্যার লেখালেখি... একটা সময় ঈদ সংখ্যায় লিখতাম। প্রায় সবগুলোতেই। তখন ঈদ সংখ্যা বেরই হতো হয়তো ২০/২২ টা। এখন এই সংখ্যা অনেক। এবং ক্রমশ, বছর বছর বাড়ছে।

তাছাড়া সাম্প্রতিক প্রকাশনায় যুক্ত হয়েছে অনলাইন পোর্টাল। এদিকে এখন আমার লেখার সেই সার্বক্ষণিকতাও আর নেই। লিখতে ইচ্ছেই কমে গেছে। এর মধ্যেও, এবার যে কয়টাতে আমার লেখা আছে, তা প্রায় সবই এখন বাজারে, দোকানে দোকানে ঝুলছে। অনলাইন যা তা আকাশে উড়ছে।

ইত্তেফাক, সমকাল, সাপ্তাহিক ২০০০, অন্যদিন, বণিক বার্তা- সিল্করুট, লুক, বিডি নিউজ ২৪ অনলাইন, বাংলা নিউজ ২৪, চট্টগ্রামের পূর্বদেশ, আলোকিত বাংলাদেশ, এবং ৭১, চারবেলা চারদিক--এগুলোতে আমার লেখা আছে ঈদ সংখ্যায়। হয়তো পরে মনে পড়বে কিন্তু এ মুহূর্তে নাম মনে পড়ছে না এরকম কিছু কাগজ বা অনলাইনেও আমার লেখা থাকবে। আপনার ইচ্ছে হলে, পড়লে, খারাপ কি? না পড়লেও মন্দ কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।