আমাদের কথা খুঁজে নিন

   

যোতিষি গো যোতিষি হাত দেইখা তুমি কি এত খুশি????

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়।

তুলা তুলা রাশির জাতক-জাতিকার জন্য বছরটি ভালো বলা যেতে পারে না। একদিকে স্বাস্থ্যজনিত সমস্যা, অন্যদিকে কাজকর্মেও সংঘর্ষের পরিস্থিতি আপনাকে অস্থির করে তুলবে। চারদিক থেকেই অশুভ সংবাদপ্রাপ্ত হয়ে থাকবেন। বৃহস্পতি মে মাস পর্যন্ত আপনার রাশিতে ষষ্ঠ স্থানে অবস্থান করে শোকের পরিবেশ সৃষ্টি করবে।

কোনো নিকট আত্মীয়র বিচ্ছেদ ঘটতে পারে। বছরের শুরুতে তো পরিস্থিতি অনেকটাই আপনার অনুকূলে থাকবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ব্যবসা এবং কার্যক্ষেত্রে উন্নতি হবে। সব কাজেই সফলতার যোগ রয়েছে। বেকারদের চাকরি পাওয়ার যোগ রয়েছে।

এ বছর লম্বা দূরত্বের প্রচুর সফরও হতে পারে। তবে মাঝেমধ্যে শারীরিক ও মানসিক উদ্বিগ্নতা বজায় থাকবে। কোনো ঘনিষ্ঠ ব্যক্তি বা আত্মীয়র সঙ্গে বাদ-বিবাদ হতে পারে। বন্ধুদের থেকে তেমন কোনো বিশেষ সহযোগিতা পাবেন না। তবে জুন আর সেপ্টেম্বর আপনার জন্য ভাগ্যবর্ধক হতে পারে।

কিন্তু ব্যবসায়ীদের পক্ষে এ বছর তেমন কোনো সফলতার আশা নেই। তবে স্বস্তির কথা এই যে পরিস্থিতি আগের চেয়ে বেশি খারাপ হবে না। তবে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন। প্রায় শেষ হওয়া কাজও পণ্ড হতে পারে। নিজেকে সামলে বুদ্ধি করে চলুন।

কন্যা কন্যা রাশির জাতক-জাতিকাদের পক্ষে বছরটিকে তেমন শুভ নয়। শত্রু এবং বিরোধীপক্ষ প্রবল হয়ে উঠবে। সময়ে সময়ে শারীরিক বাধা আপনাকে অস্থির করবে। পরিশ্রমে ততটা লাভপ্রাপ্ত হবেন না। বছরটি গত বছরের তুলনায় বেশি কষ্টদায়ক হয়ে থাকবে।

ভাইদের সঙ্গে সম্পত্তি ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে বিবাদ বাধবে। কিন্তু বাকপটুতা আর চতুরতার সহায়তায় আপনি সব কিছু সামলে নেবেন। শত্রু আর বিরোধীপক্ষ অবশ্যই প্রবল হয়ে উঠবে। যদি কোনো শল্যচিকিৎসা করানোর কথা ভাবেন, তবে এ বছরে তা এড়িয়ে যেতে পারলে ভালো। তবে খুব জরুরি হলে সেপ্টেম্বর, অক্টোবর বা জুন মাসে ভাবনাচিন্তা করা যেতে পারে।

এ বছর আপনাকে প্রতিপদে সাবধান হয়ে থাকতে হবে। আপনি কোনো ষড়যন্ত্রের শিকারও হয়ে পড়তে পারেন। আপনার ওপরে বৃহস্পতির সুদৃষ্টি থাকায় অত্যন্ত কঠিন সময়েও আপনার পরিবার আপনার পাশে থাকবে। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে এ বছর আপনি পূর্ণ সহযোগিতা পাবেন। অচেনা বা অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে সাবধান।

আপনার যথেষ্ট খরচ করতে হবে। মাঝেমধ্যে অশুভ সংবাদপ্রাপ্তিতে মানসিক শান্তি ভঙ্গ হবে। দাম্পত্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে। মে থেকে ডিসেম্বর শারীরিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখুন। কোনো মহিলার সহযোগিতায় ভাগ্যের উন্নতি হবে।

বহুত টেনশনে আছি আমার তুলা রাশি আর আমার হবু বউ এর কন্যা রাশি। কি হইবো !!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.