ডি জেনারেশন কাব্য - ৬
কার সাথে কি ছিলো চেয়েছি কি জানতে
এই ক্ষণে তুমি-আমি পারোনা তা মানতে?
এক নদী জল ডাকে আদরের নৌকা ভাসাও
হাল দিয়ে পালে বুঝে নাও হাওয়ার ভাষাও!
এ কী মেয়ে কাঁদছো! ভাবছো কোথাও নাই ঠাঁই
প্রেম টেমে ব্রেক-আপ হাওয়াই মিঠাই
"ডি" এর পরে এসে গেলো জেনারেশন "ই"
আজো তুমি সনাতন যেন এক শীতল পাটি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।