আমাদের কথা খুঁজে নিন

   

হে মহান শ্রমজীবি তোমার নব বর্ষ হোক তোমার মত করে

একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।

গাড়ীর কন্ট্রাকটরের বয়স ১২/১৩ হবে। এক ছয়মাস ধরে সে এই গাড়ীর কন্ট্রাকটরের কাজ করে।

আগে হেরপার ছিলো। তার আগে গাড়ীতে গাড়ীতে পেপার বিক্রি করতো। ১ জানুয়ারি সকালে ওর বয়সের আর একটি ছেলে পেপার বিক্রি করতে এলে ছেলেটি বললো তুই উঠিস না, এখানে সাংবাদিক আছে। সাংবাদিক আছে? সাংবাদিক থাকার সাথে পেপার বিক্রির কি সম্পর্ক? এমন একটি প্রশ্ন নিয়ে অনেকেই ছেলেটির দিকে তাকালো। পরে ছেলেটি বুঝিযে দিলো-আমি পেপাও বিক্রি করি।

সামনে রাখা আছে। কেউ চাইলে তাকে দিউ। জিজ্ঞাসা করতেই বল্লো ওই পেপার বিক্রি করলে কিছু বাড়তি আয় হয় । পকেট খরচ হয়। ইংরেজি নব বর্ষে প্রিয় জনকে শুভেচ্ছা জানাতে হাজার টাকা খরচ করে গত রাত থেকে টাকা ওয়ালারা অথবা যারা বেশি টাকা কামাই করেন তারা মিলিত হতে যাচ্ছেন।

আর ১২/১৩ বছরের এই শ্রমজীবি ছেলেটি পেট চালানো বা সংসার চালানোর বাইরেও বাড়তি আয় করে পকেট খরচ করবে। সালাম তোমায়। হাজার সালাম। ধন্যবাদ তোমাকে। তোমার নামটি বললাম না, কারণ কোন সাংবাদিক যদি লেখে দেয় শিশু শ্রমিক দিয়ে গাড়ীতে কাজ করাচ্ছে।

কোন দেশ প্রেমিক এবং শিশু রক্ষা আন্দোলনের নেতা আবার গাড়ীর ন¤^র টুকে নিয়ে গিয়ে জন ¯^ার্থে মামলা করে দিবে। সেদিন থেকে হয়তো ওই ছেলেটি কর্মচ‚্যত হবে। তারপর দিন থেকেই না খেয়ে থাকবে ছেলেটি। ক্ষেত্র বিশেষে তার মাও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।