আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি দেখলাম............!!!! আমি পুরাই থ'.....!!



আজকে যারা এন টিভির খবর দেখছেন, তারা নিশ্চয় বুঝতে পারছেন আমি কেনো থ হইছি, আরেকটু ভালো করে বললে পুরা বেকুব হইয়া গেছি....। এটা কেমন বর্ষবরন, নতুন বছরে এ কেমন চাওয়া পাওয়ার ধরন..?!! খবরে দেখলাম, গতরাতে দেশের বিভিন্ন স্হানে বর্ষবরনের ভিন্নতা। দেখলাম ঢাবির টিএসসির ছেলেরা দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাস করছে, দেখলাম নববর্ষ উপলখ্যে কক্সবাজারে দেশীয় শিল্পীদের কনসার্ট। এতো ভালো। দেশীয় সংস্কৃতির মান বজায় রেখে বর্ষবরন।

কিন্তু ঢাকার অভিজাত মহল এটা কি করলো !!! এন টিভি আবার সেটা ভালো ভাবে টাইম নিয়া দেখাইছে। ২ জন বিদেশী শিল্পী দিয়ে বিদেশী গানের মাধ্যমে বর্ষ বরন.....!! তাও আবার ঐ ২ বিদেশিনীর বসন ছিল না থাকলার মত। এই শীতে তাদের গায়ে ছিলো একটি কালো লেদারের ব্রা এনটিভি সেটাকে আবার ক্লোজ করে দেখাইছে। এই ল্যাংটা নাচ আর বিদেশি গান দিয়া বর্ষ বরন করলো দেশে অভিজাতরা ও তাদের পোলা মাইয়ারা। অভিজাত শ্রেণীর কিছু মেয়ে আর ছেলেদের কথা তো মেজাজ আরো খারাপ করলো।

তারা নাকি এ বর্ষ বরন দিয়া আগামীতে একখান ভালো দেশ চায় ; দেশীয় শিল্পীদের বাদ দিয়ে, দেশীয় সংঙ্গীত কে ফেলেদিয়ে যারা এমন একখান বিদেশী ল্যাংটা নাচের গানের আসর বসায়, তারা কিভাবে একটি সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখে....?? নাকি এটা; সামনে ক্যামেরার , তাই বলা আর কি...। শালার এসব বড়লোকের গুষ্টিরে জুতা মারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।