এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
ক্রীং ক্রিং ...
==হ্যালো
>> হ্যালো
== কি করিস ?
>> ডিম ভাজি
== কিসের ডিম ?
>> ঘোড়ার ডিম
== কি দিয়ে খাবি ?
>> খেয়ালী পোলাও
== সেইটা কি জিনিস ?
>> যে পোলাও কল্পনায় তৈরী করা হয়
== অফ যা
>> গেলাম
== আচ্ছা শোন
>> কি ?
== সত্যি করে বল কি করিস
>> চিন্তা করি
== কি চিন্তা করিস ?
>> কিছু চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে , সেইগুলো
== যেমন ?
>> জন্মদিনে যে কেক কাটা হয় সেখানে মোমবাতি কয়টা থাকে ?
== নরমালি একটা , কিন্তু অনেকে বছরের হিসেব করে বসায় , ক্যান ?
>> আচ্ছা সংখ্যা যাই হোক না কেন, সমস্যা না
== সমস্যাটা কোথায় ?
>> সবাই মোমবাতির আগুন ফু দিয়ে নিভায় ক্যান ? ... জ্বালায় না ক্যান ? ... নতুন বছরের জন্য তো মোমবাতি জ্বালায়ে আলোকিত করার কথা , ফু দিয়ে অন্ধকার না ... তাই না ?
== হু , জানিনা ... আর কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ?
>> এই যে জন্মদিন, নিউ ইয়ার আমরা সকাল বেলা সেলিব্রেট না করে রাইের বেলা ঘুম বাদ দিয়ে মধ্যরাতের ১২টায় উইশ করি ক্যান ?
== বেকুবের মত কথা বলিস ক্যান ? সবাই জানে , ১২টায় পরের দিন শুরু হয় তাই আমরা ঐ সময় উইশ করি ...
>> ধুর বেকুব , রাত ১২টায় পরের দিন শুরু হয় ক্যামনে ? তখনো তো অন্ধকার রাত ই থাকে ...
== তোর সাথে কথা বলাই বেকার
>> জানি, তাইলে আমার পরের কথাটা শুনবি না ?
== আবার কি বলবি ?
>> আচ্ছা আমরা যে নতুন বছরের জন্য এত্ত আনন্দ করি কিন্তু কেউ কখনো কি চিন্তা করি, আমরা জীবনের এমন একটা বছর শেষ করলাম যেটা আর কখনো ফেরত পাবো না ? ....
== চুপ !
>> ওক্কে !!!
== কিরে , কথা বলিস না ক্যান ?
>> বলার কিছু নাই
== আসলেই নাই ?
>> নাহ
== তুই জীবনেও আমারে আর কল দিবি না, এই নম্বর আজকে এখনি মুছে ফেলবি তোর সেল থেকে আর তোর ব্রেইন থেকে , ভুলে যাবি আমি ছিলাম তোর জীবনে ...
>> আর ?
== আরো কিছু লাগবে ?
>> কথা শেষ হলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম , সময় নাই বেশী ... জলদি বলতে হবে ...
== আর কি কোনো কথা বাকী আছে নাকি ?
>> আছে ...
== কি কথা ?
>> দরজা খোল ...
== মানে ?
>> মানে দরজা খোল , আর কতক্ষন এই ঠান্ডায় দাড় করায়ে রাখবি ?
ধুপধাপ দৌড়ে এসে দরজা খুলেই চিৎকার ---
== তুই, তুই ... তুই একটা অসহ্য যন্ত্রনা
>> জানি তো
== এই মাঝ রাতে কোনো উন্মাদ ছাড়া এত দুর কেউ আসে ?
>> আমি তো উন্মাদ ই ... জানিস না ?
== হু !!!!
অতঃপর ....আস্তে আস্তে দু হাত প্রসারিত করে ওদের এক জন অন্য জনকে কাছে টেনে নিয়ে একসাথে ফিসফিসিয়ে বলে "" হ্যাপ্পি নিউ ইয়ার "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।