আমাদের কথা খুঁজে নিন

   

জামশেদ-ইরফান নেই টেস্ট দলে

পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান নাসির জামশেদ ও পেসার মোহাম্মদ ইরফান। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলা হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ, তৌফিক ওমর ও ওমর গুল দল থেকে বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, ইমরান ফরহাত, খুররম মনজুর ও উইকেটরক্ষক আদনাম আকমলকে। জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট দল ছাড়াও ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিরুদ্ধে দু'টি টি-২০, তিনটি ওয়ানডে ও দু'টি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। গত বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ে সফর করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ওই সফরকে বাদ দিয়ে হঠাৎ করেই ভারতের মাটিতে খেলতে যায় পাকিস্তান। সেই সফরটি সম্পন্ন করার জন্য চলতি মাসেই জিম্বাবুয়েতে যাচ্ছে পাকিস্তান।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।