আমাদের কথা খুঁজে নিন

   

BCB ঘেরাও কর্মসূচীর জন্য LEADER চাহিয়া আবেদন..

হু..

জনাব/জনাবা ব্লগারবন্ধুগন, বিনীত নিবেদন এই যে আজ ফেসবুকে একখানা ইভেন্টে দেখিলাম লিখিয়াছে Protest Indian company arranged Opening-Ceremony of ICC-world-cup-2011 । বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের ক্রেডিট ভারতীয় কমপানি কতৃক ছিনাইয়া লইবার অভিযোগে উপরিউক্ত ইভেন্টখানির আত্মপ্রকাশ । আমাদের প্রিয় মাতৃভূমিতে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অপমান ও অবহেলার প্রতিবাদে উক্ত ভার্চুয়াল ইভেন্টে ১৫০০০ এর অধিক সদস্য আমন্ত্রিত এবং আপাতত ১৫০০ এর মত সদস্য যোগদান করিবেন বলিয়া সম্মতি দিয়াছেন । তবে, ইভেন্ট পেইজখানির কমেন্টসমূহ দেখিয়া বুঝিলাম, এইসকল ভার্চুয়াল আন্দোলনের দ্বারা বিসিবি নামক অপদার্থদের কর্নকুহরে আওয়াজ পৌছানো কষ্টকর ব্যাপার । তাহাদের অপদার্থতা লোকচক্ষুর সম্মুখে প্রকাশ করিতে হইলে রাজপথে চিৎকার করা ব্যতীত অন্য কোন উপায় নাই । ভার্চুয়াল জগৎ হইতে রাজপথে এবং বিসিবির আঙ্গিনায় এই সার্বজনীন সকল বাংলাদেশীদের আন্দোলনটাকে বাস্তবতা দিতে পারিবেন এবং ব্যানার ও শ্লোগানের ব্যবস্থা করিতে পারিবেন, এমন মানুষগুলো দয়া করিয়া সম্মুখে অগ্রসর হউন । আমরা নিশ্চিৎ যে ভার্চুয়াল জগতে সহমত প্রকাশ করা মানুষদের থেকে অন্তত ১৫ থেকে ২০ শতাংশ বাস্তবে তাহাদের সক্ষমতা ও সামর্থ প্রকাশ করিতে পারিবেন....তাহা হইলে এই গ্লানিকর অপমান হইতে আমাদের বিশ্বকাপ ক্রিকেট আনন্দটা ফের মুক্তিপ্রাপ্ত হইবার সমূহ সম্ভাবনা দেখা দিবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।