আমাদের কথা খুঁজে নিন

   

৪২ বছর পুর্বের দেলু রাজাকারের অপরাধের বিচারের রায়। সাইদির ফাসি।

। অনেস্টি ইজ দ্যা বেস্ট পলেসি। ২৮ শে ফেব্রুয়ারী ২০১৩ নিউ ইয়র্ক সময় রাত ১:৩০ মি. অপেক্ষা করছি কুখ্যাত দেলু রাজাকারের বিচারের কি রায় হয়। আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক: পৃথিবীর যে প্রান্তেই থাকুক-না কেনো প্রত্যেকেই অপেক্ষা করছে এই রায়টির জন্য। আগামি দিনের বাংলাদেশের অনেক কিছুই নির্ভর করছে আজকের এই রায়ের উপর।

এই রায়ের পর আগামি দিনের রাজনিতীর গতিপথ নির্ধারিত হোয়ে যাবে। কোটি মানুষের আকাংখার সাথে রায়ের মিল হোলে পুর্ণতা পাবে আমাদের মুক্তিযুদ্ধের একটি পর্বের। কায়মনোবাক্যে প্রত্যেক সচেতন নাগরিক সর্বোচ্চ সাস্তী কামনা করছেন আজ। ধীরে ধীরে রায় পড়া হোছ্ছে ১,২ ,৩,৪,৫,৬,৭,৮,৯,১০, ১০টি অভিযোগের মধ্যে ৮টি সন্দেহাতিত ভাবে প্রমাণিত হয়েছে। ২টি প্রমাণিত হয়নি এখন পর্যন্ত।

আরো ৬টি অভিযোগের মধ্যে ৪টি প্রমাণিত হয় নাই। অর্থাত এখন পর্যন্ত ১৬টি অভিযোগের মধ্যে ১০ সন্দেহাতিত ভাবে প্রমাণিত। এখন নামাজের বিরতি চলছে আদালতে। আমার নিশ্বাস বন্ধ হোয়ে আসছে, অপেক্ষা করছি মাত্র ৪টি অভিযোগ এবং চুড়ান্ত রায়ের। প্রতিটি মুহুর্ত খুবই দীর্ঘ মনে হোচ্ছে ১ঘন্টা ১০ মিনিট অতিবাহিত এখনও জানা হোলনা রায়টি।

আলহামদুলিল্লাহ বিঁজ্ঞ বিচারক সর্বোচ্চ সাস্তী হিসেবে ফাসির রায় দিয়েছেন। জয় বাংলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।