বিরাট একটা শুন্য
কয়েক ঘন্টা পরই ইংরেজি নতুন বছর শুরু হবে। `থার্টিফাস্ট নাইট'। ব্যক্তিগতভাবে আমি দিন শেষে রাত ১২ টা ০১ মিনিটে কি ঘটে, দেশের মানুষ কিভাবে ওই মুহুর্তটি উদযাপন করে তা পর্যবেক্ষণ করি। নিজেও অল্প স্বল্প কর্মকান্ডে রাতটি কাটাই। যেমন রাতে টিএসসিতে যাওয়ার চেষ্টা, শাহবাগে গিয়ে এককাপ চা পান................ইত্যাদি, ইত্যাদি.
তবে থার্টিফাস্ট নাইটকে আমি কোনভাবেই আমার নিজের কিছু বলে মনে করিনা।
সেটা ভিন্ন বিতর্ক। তাতে আজ যাবোনা।
ভাল মন্দ যাই হোক, আজ ১২টা ১ মিনিটে শাহবাগ মোড়ে সোহেলের দোকানে এককাপ চা পান ও একটি বিড়িতে অগ্নি সংযোগের বহুত ইচ্ছা ছিল। ইচ্ছাটা দুর্দমনীয় `শখ' এর পর্যায়েই চলে গেছে বলেই আমার উপলদ্ধি।
অথচ, আমি তা থেকে বঞ্চিত হতে যাচ্ছি।
দুর্ভাগ্য চা বিক্রেতা সোহেলের। যে কিনা এক কাপ চা এবং অন্যান্য মিলিয়ে কিছু টাকা পেতে পারতো। দুর্ভাগ্য আরো অনেকের, যারা আমার সঙ্গ থেকে বঞ্চিত হবে। কি আর করা!
রাত ১২ টা ১ মিনিটে আমি আটকে থাকবো একটা বিশাল বহুতল আলীশান দালানের মধ্যে। হায়! আমি কোন প্রিয়জনকে দেখবোনা তখন।
কোন প্রিয়জন আমাকেও দেখতে পাবেনা।
তবে হ্যাঁ তখন আমি পেশাগত দায়িত্ব পালন করবরে ভাই।
তাই আমার এ দু:খের কোন সমাধানও নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।