আমাদের কথা খুঁজে নিন

   

The Road (2009)



খুবই চমৎকার একটি মুভি । মুভিটিতে পৃথিবীর পরিবেশ বিপর্যয়ের একদম শেষ প্রান্তের প্রেক্ষাপট দেখানো হয়েছে। একটি বাচ্চা ও তার বাবাকে নিয়ে মুভিটির কাহিনি রচিত। এখানে দেখানো হয়েছে পৃথিবীর সব গাছ মরে যাচ্ছে, তাপমাত্রা অনেক কম, প্রায় সব প্রাণী মারা গেছে এবং কোনো খাবার পাওয়া যাচ্ছে না। মানুষজন যারা বেচে আছে তারা নর মাংস ভক্ষন করতেও কুন্ঠিত নয়।

লোকটি তার ৮/৯ বৎসর এর ছেলেকে নিয়ে সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। এই সব নিয়েই মুভির কাহিনি। মুভিটি পরিচালনা করেছেন John Hillcoat. অভিনয় করেছেন Viggo Mortensen, Kodi Smit-McPhee, Robert Duvall. মুভিটির IMDB Rating 7.4/10. মুভিটিতে বিরক্তিকর মুহূর্ত নেই বললেই চলে। আমার কাছে ভাল লাগলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভাল লাগবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।