আমাদের কথা খুঁজে নিন

   

গান ভালোবেসে গান-১২ : চুপ (ঁ)

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ চুপ আলব্যামঃ নয় (গানটি নামিয়ে শুনতে পারেন এখান থেকে) ব্যান্ডঃ চন্দ্রবিন্দু .................................. কোনো কথা নেই কোনো শব্দ নেই না কোনো অর্থ নেই কারো কোনো শর্ত নেই কারণ এখানে কথারা বারণ ইশশ চুপ .... না না না ...... নাই ...... কোনো গল্প নেই কোনো স্বপ্ন নেই কোনো স্পর্শ নেই সংঘর্ষ নেই কারণ এখানে গল্পেরা বারণ ইশশ চুপ .... এখানে ভাঙাচোরা পথে হেঁটে মিছিলেরা সরে গেছে মরে গেছে আস্ফালন এখানে গাছেদের গায়ে গায়ে ঝোলানো নোটিশ বোর্ডে লেখা আছে নীরবতা পালন কোনো পাখি নেই খড় কুটো বাকি নেই কোনো ইচ্ছে নেই প্রেম-টেম বিচ্ছেদেই কারণ এখানে পাখিরা বারণ ইশশ চুপ .... না না না ..... নাই ...... গান ভালোবেসে গান-১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।