রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল, বুকেরবন্ধু একটা নিঃশূন্য অঞ্চল!! আজ ১২ মে…মৌলালির মোড়ের মালা’র আজ জন্মদিন... ...এই দিনে মালা নুতন করে তাকে সাজাত ..ঢাকেশ্বরী শাড়িতে, কানে ঝুমকো দুলে... মালা...যার অভিমান ছিলো অপর্ণা সেনের মত, যে কথা বলতো মধুবালার মত, সোফিয়া লরেনের মত হেঁটে হেঁটে যে চলে গিয়েছিলো কারো জীবন থেকে... সেই মালা'র আজ জন্মদিন… আজকাল মালা রেইব্যান দিয়ে তার চোখ ঢেকে রাখে । এইসব দিনে অঞ্জন এর ‘রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে’ মালা ফিরে আসে... তার জন্য অঞ্জন দত্ত এর অসাধারণ সৃষ্টি..... https://www.youtube.com/watch?v=0YNcCEEY-ik মালা' গানটার মূল Peter Sarstedt এর Where Do You Go To My Lovely. তবে অ্যাডাপটেশন বলার চেয়ে গানটাকে রিক্রিয়েশন বলাটাই বেটার মনে হয় আমার... https://www.youtube.com/watch?v=frxwTyZq_gQ পিট স্যাগারের মুল ভার্সন... http://mp3skull.com/mp3/anjan_dutta_mala.html ডাউনলোড...... লিরিকঃ তোমার জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি তোমার পিসি চন্দ্রের ঝুমকো কানের দুল আজ ১২ই মে, তাই সকাল থেকে জন্মদিনের তোড়া তোড়া ফুল। তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেয়া রেনী পার্কের সংসার তোমার স্বামী আজ অনেক দিনের পড়ে তোমার ঘরে নিয়ে হাজারো বিদেশি উপহার এই শুভ দিনে নানান কাজের ফাঁকে পড়ছে কি মনে তোমার এই ১২ই মে তুমি চলে গিয়ে ছিলে জীবন থেকে আমার আজ যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে, তুমি কে তোমার কথা বলা যেন মধুবালা তোমার হাঁটা চলা সোফিয়া লরেন তোমার গন্ধ ফরাসী আনায় আনায় অভিমান অপর্না সেন বৃষ্টি এলে চলে যাও জয়সালমির শীতকালে গোদাই ক্যানাল দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান তোমার জন্য ওবেরয় ভাইদের দরজা সদাই খোলা সাতার শেখার আলিয়ঁস ফ্রাঁসে দিনগুলি ঘেরা তবু যাও তুমি কোথায় চলে রোজ রাত্তিরে মনে ভেতর ঘুমের ঘোরে তোমার সাজানো শরীরের ভেতরে মালা তুমি কে মনে পড়ে কি সেই মৌলালির মোড় বাসস্টপে দুপুর বেলায় মনে পড়ে কি সেই রুবি রায়ের গান শোনাতাম আমি তোমায় দুজনেরই চোখে ছিল বাঁচার স্বপ্ন সেভাবে হোক যেমন করে ছিলনা যে কিছুই বেঁচার আমার তাই যে গেলাম হেরে আজ রেইব্যান দিয়ে তুমি যতই ঢেকে রাখ চোখ লুকোতে পারবে না এন্টালী সিনেমার পেছনের বস্তির মৌলালির মালা আমি জানি তুমি কোথায় যাও রোজ রাত্তিরে মনের ভেতর ঘুমের ঘোরে আমি দেখে ফেলেছি তোমার মনের ভেতর টা আমি চিনি, আমি জানি তোমাকে............ তোমাকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।