আমার মাথাটা যেহেতু আমারই, সুতরাং আমার লিখাগুলাও আমারই। কোনো লিখার একটা দাড়িও যদি কারো সাথে মিলে যায় তাহলে তাকে যা করা হবে তার জন্য কেউ দায়ী থাকবে না। লিখাসমূহের সর্বময় সর্বস্বত্ত্ব সর্বপ্রকারে সর্বস্থানে সর্বসাধারণের জন্য সর্বসময় সংরক্ষিত।
এক সপ্তাহের নাম করিয়া দিনে দিনে মাসটাই শেষ হবার উপক্রম হইল। তথাপি ভাগ্যে শিকে ছিড়িল না।
নিবন্ধিত হইবার পূর্বে বলা হইয়াছিল হে নতুন ব্লগার, আপনি সাতদিন আমাদিগের নজরে থাকিবার পর আপত্তিজনক কিছু না পাওয়া গেলে আপনাকে আমাদিগের সদস্য করিয়া লওয়া হইবে। অতীব অনুতাপের বিষয় যে অপেক্ষা করিতে করিতে আমার সকল লিখনি প্রতিভা ফুরাইয়া যাওয়ার উপক্রম হইলেও, পর্যবেক্ষকদিগের মন গলিল না।
আমি তাকাইয়া থাকিলাম, বিজয়ের এই মাসে সন্দেহভাজন রাজাকারেরা দিব্যি আপত্তিজনক লিখা প্রকাশ করিয়া যাইতে থাকিলেও, আমি কাহাকেও কিছু প্রত্যুত্তর দিতে পারিলাম না। পর্যবেক্ষকরা বলিলেন, আপনি এখনও আমাদিগের সন্দেহমুক্তের তালিকাতে অন্তর্ভূক্ত হন নাই। ফলে আপনি ইহাতে মন্তব্য করিতে পারিবেন না।
সম্মানিত পর্যবেক্ষকদিগের প্রতি আমার একটাই প্রশ্ন। হে হর্তাকর্তাবৃন্দ, আর কতদিন হইলে আমার এক সপ্তাহ পূর্ণ হইবে কেবল মাত্র এই কথাটি আমাকে জানাইয়া দিলে আমি বাধিত থাকিব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।