সাধারন মানুষ
বড় বাড়ির বারান্দাতে প্রদীপ জ্বলে কত
দুরের থেকে দ্যাখাচ্ছে ঠিক তারার মালর মত
বড় বাড়ির বৌ যেনমা লক্ষী প্রতীমা
ছেলে কোলে দাঁড়িয়ে আছে আয় মা দেখে যা
ঝল মলে ওর পোষাক আসাক মুখ ভরা ওর হাসি
তোর কেন মা ছেঁড়া কাপড় কত দিনের বাসী
চলমা মা ভোজ হচ্ছে পেট ভরে খাই গিয়ে
নারে খোকা ভয় হয় রে দেয় যদি তাড়িয়ে
মাগো দুরে বুড়ি মা ছেঁড়া কাপড় পরে
দাড়িয়ে কেন ছেলের সাথে মুখটা কাল করে
পুজোর দিনে বাজছে সেনাই জ্বলছে কত আলো
মাগো ওথের দুঃখ দেখে লাগছেনা কো বালো
চলোনা যাই ডেকে আনি পাত পেতে দিই খেতে
এই দারয়ান এক্ষনি যাও বল ওদের যেতে
নোংরা নাকে সদী ছিছি ওদের বাসিস ভালো
তুই তো আমার সোনার ছেলে ঘর করেছিস আলো
ছেলের বুকের মন্দিরে যে ছিলেন দেভী মা
ব্যাথায় কাদেন এই বুকে আর থাকা তো যায় না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।