আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’
চলতি বছর দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ১০৫ সাংবাদিক প্রাণ হারিয়েছে। মিডিয়া ওয়াচডগ প্রেস এমব্লেম ক্যাম্পেইন সোমবার এ কথা জানিয়ে একে ‘প্রতিকারহীন মহামারী’ হিসেবে বর্ণনা করেছে। ২০০৯ সালে ১২২ সাংবাদিক নিহত হয়। ২০০৮ সালে এ সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছিল ৯১। ওয়াচডগের সেক্রেটারি জেনারেল ব্লেইজি লেম্পেন বলেন, ‘সাংবাািদকদের নিহত হওয়ার বিষয়টি প্রতিকারহীন মহামারীতে রূপ নিয়েছে।
বিশ্ব সম্প্রদায় এর কোন সমাধান খুঁজে পাচ্ছেনা। কিংবা সাংবাদিকদের হত্যাকান্ডের সঙ্গে জড়িত দুস্কৃতকারীদের বিচারের আওতায় আনার মতো কোন কার্যকর কৌশলেরও ব্যবস্থা করতে পারছেনা। ’
চলতি বছর সাংবাদিকদের দায়িত্বপালনের েেত্র মেক্সিকো ও পাকিস্তান ছিল সবচেয়ে ভয়ংকর দুটি দেশ। মাদক বিষয়ক সহিসংতার জেরে কেবলমাত্র মেক্সিকোতেই প্রাণ হারিয়েছে ১৪ সাংবাদিক। এছাড়া পাকিস্তানে মারা গেছে আরো ১৪ জন।
এদের অধিকাংশই আফগান সীমান্তে প্রাণ হারিয়েছে।
গত পাঁচ বছরে বিশ্বে প্রায় ৫২৯ সাংবাদিক নিহত হন। এদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন ইরাকে। মিডিয়া ওয়াচডগের সভাপতি হেদায়েত আবদেল নবী সাংবাদিকদের রায় অধিকতর কার্যকর পদেেপর আহ্বান জানিয়েছেন। এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।