আমাদের কথা খুঁজে নিন

   

জোট বনাম নেতৃত্ব



রাত ১১টায় বহু ধকল পার কইরা বাস স্ট্যেন্ডে বাস থেইকা নাইমা হাফ ছাইড়া বাঁচার বদলে শঙ্কিত হইলাম এই দেইখা যে একটা রিক্সাও নাই। এতদূর হাইটা যাওয়ার মত এনার্জি নাই বল্লেই চলে। আল্লাহ্‌ মাফ কর। টাঙ্গাইল বাস স্ট্যান্ড থিকা কুমুদিনী কলেজ মোটামোটি ভালই দূর। হঠাৎ পেছন থিকা কে জানি নাম ধইরা ডাক দিল।

তাকায় দেখি ফয়সাল। তার বাসা শুপারি বাগান। আমার বাসায় যাওয়ার পথেই শুপারি বাগান এলাকা পরে। ওরে দেইখা মনে মনে সস্তি পাইলাম। ফয়সাল আমার স্কুল লাইফের বন্ধু।

সে এক ভার্সিটি তে পরে। সেও ঈদে বাড়িতে এসেছে। অনেক দিন পর দেখা হলো আমাদের। রিক্সা না থাকায় হাটা শুরু করলাম দুজন। কথা বলতে বলতে অল্প সময়ের মধ্যেই শুপারি বাগান এলাকার গলির মাথায় চলে আসলাম।

ফয়সাল কে বিদায় দিতে হলো এখান থেকে। আর ২ মিনিট খানেক হাটলেই আমার বাসা। বিদায় দিয়ে সোজা বাসায় চলে আসলাম। আর একটা জিনিস উপলব্ধি করলাম, একলা চলার থেকে কোন সঙ্গী পেলে চলা টা অনেক সহজ হয়ে যায়। ★উপরের লেখাটা নিছক একটি গল্প মাত্র।

গল্পটা তাদের উদ্যেশ্য করে লেখা, যারা বলেন ইসলামে নারী নেতৃত্ব হারাম হবার পরেও জামায়াতে ইসলামী কেন খালেদা জিয়ার সাথে জোট করলো। সাধারণ উত্তর, চলার পথ অপেক্ষাকৃত সহজে পার হওয়া। এখানে বিএনপি ও জামায়াতের গন্তব্য আলাদা আলাদা। আর এখানে কেউ কারো নেতা নয়, জোট মাত্র। তারা কুছুটা পথ একত্রে পারি দিবে ব্যাস।

প্রশ্নকারীদের ব্যাপারে আরেকদিন সময় সুযোগ হলে বলব। পূর্বে আমার ব্লগে প্রকাশিত Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।