৩০ ডিসেম্বর ’০৬—ঈদ নয় আশুরা
ডা.সুরাইয়া হেলেন
আমার মন ভীষণ খারাপ—
আজ সেই ৩০ ডিসেম্বর,
২০০৬ এ,এইদিনে মক্কায় কোরবানী,
আর নিজবাসভূমে সাদ্দামের ফাঁসী—
ইরাকের জন্য কোরবানী,
দড়িটা আর জায়গাটাও স্বদেশের !
পৃথিবীর এক শ্রেষ্ঠ মুসলিম রাষ্ট্রনায়ক-
অমিত সিংহ-তেজী,ব্যাঘ্রগর্জনে
দিগ্বিদিক বিশ্ব কাঁপানো কণ্ঠস্বরের
কণ্ঠনালীকে কী করে চেপে ধরলো,
স্তব্ধ করে দিল স্বদেশী জল্লাদ !
বিদেশী ভোগী বিলাসী অত্যাচারী শয়তান
যুদ্ধবাজ কুটিল,ইসলামের দুশমন বুশ-এর
ফাঁদে,ছলনার জালে,ঘৃণ্য মোনাফেকের
ইশারায়,কী করে হাত রাঙালো
স্বদেশি পিতাপুত্র ভাই বন্ধু ইরাকি,
প্রিয় স্বজনকে হত্যা করে !
এই সেই দজলা-ফোরাত তীরের ইরাক
যেখানে যুগে যুগে জন্ম হয়েছে
নৃশংস বেইমান ইয়াজিদ আর
কূট মিথ্যে ছলনার ফাঁদে পড়ে
করুণ মৃত্যুকে আলিঙ্গন করে,
বীরের মত শহীদ হয়ে,বিষাদ সিন্ধু
রচনা করে গেছে হোসেনের শেষ রক্তবিন্দু !
তারই পুনরাবৃত্তি এজিদরূপী বুশ আর
হোসেন—সাদ্দাম হোসেন !
যতদিন পৃথিবী থাকবে,এজিদের সাথে বুশের
নাম উচ্চারিত হবে চরম ঘৃণায় ।
বেইমান শয়তানের নামে থুথু নিক্ষিপ্ত হবে
আর হোসেন সাদ্দামের নামে শোকের মাতম
হায় হোসেন,হায় হোসেন—
সেদিন কোরবানী নয়,ছিলো আশুরা
কোরবানী আর ১০ মহররম মিলে মিশে একাকার !
রচিত হলো নতুন বিষাদসিন্ধু
সাদ্দাম রইবে হৃদয়ে,বিশ্বে চির অমর হয়ে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।