আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের নাম টিউলিপ

We Are For All !

ফুল কে না ভালবাসে? যেকোন উপলক্ষ্য, যেকোন আনন্দের ব্যপার হোক না কেন সেখানেই ফুলের ব্যবহার। আপনি আনন্দের বহি:প্রকাশ ঘটাতে চান? আপনার প্রিয়জনকে মনের কথাটি জানাতে চান? প্রিয়তম-এর জন্যে সুন্দর করে সাজাতে চান? সবখানেই ফুল দরকার। সেই প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সভ্যতায় ফুল সৌন্দর্য ও অন্যান্য বিষয়ে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফুল যেন সংস্কৃতির অন্যতম অঙ্গ, আর তাই ফুলের ব্যবহার সর্বত্র। ফুলের ব্যবহার শুরু হয়েছে প্রাচীন বিভিন্ন ধর্মের মাধ্যমে, আর তারপর মধ্যযুগের শিল্পচর্চায়, ইউরোপের রেনেসাঁ পার হয়ে সর্বোচ্চ উচ্চতায় উঠেছে ভিক্টোরিয়ান যুগে, সাহিত্যের অন্যতম অঙ্গ হিসেবে যুক্ত হয়ে।

বর্তমান সময়েও ফুলের ব্যাপক ব্যবহার দেখা যায়। অবশ্য পূর্বের তুলনায় এর প্রতীকী অর্থ অনেক কমে গিয়ে সাধারণ রূপ লাভ করেছে। ফুল দিয়ে কিছু বলার মাধ্যমে ফুলের ব্যবহারও বিভিন্ন মাত্রা লাভ করেছে। প্রাচীনকালে বিভিন্ন প্রকার ফুল যে সকল প্রতীক হিসেবে ব্যবহৃত হতো তার অনেকই আজ সময়ের আবর্তনে হারিয়ে গেছে, কিছু টিকে আছে অস্তিত্বের সঙ্কটে। পৃথিবীতে মনোমুগ্ধকর ও আকর্ষনীয় ফুলের তালিকা করা হলে তাদের মধ্যে নি:সন্দেহে যে ফুলটি শীর্ষস্থান দখল করবে তার নাম হচ্ছে টিউলিপ।

ফুলটি Liliaceae পরিবারের অন্তর্গত। এ পর্যন্ত ফুলটির ১৫০টি প্রজাতির সন্ধান পাওয় গেছে। বর্তমানে বহু রকমের হাইব্রীড টিউলিপের চাষ হচ্ছে। টিউলিপ সাধারণত ৭০ সেঃ মিঃ পর্যন্ত লম্বা হয়ে থাকে। প্রতিটি গাছে ২ থেকে ৬ টি পাতা থাকে আবার কোন কোন গাছে ১২ পর্যন্ত পাতা দেখা যায়।

ধারণা করা হয় সত্যিকারের ভালোবাসার সাথে টিউলিপ ফুলের সম্পর্ক। রঙ পরিবর্তনের সাথে সাথে টিউলিপ ফুলের প্রতীকী অর্থও পরিবর্তন হয়। যেমন- লাল টিউলিপ ফুলের মানে হলো ‘আমাতে বিশ্বাস রেখো’, বিভিন্ন রঙের ছোপ দেয়া টিউলিপের অর্থ ‘তোমার চোখ খুব সুন্দর’, হলুদ টিউলিপের অর্থ, ‘তোমার হাসিতে যেন সূর্য ওঠে’ ইত্যাদি। টিউলিপ হল্যান্ডের জাতীয় ফুল। হল্যান্ডের লিসে শহরে একটি বিখ্যাত টিউলিপ বাগান রয়েছে যার নাম কয়কেনহোফ।

এপ্রিল থেকে মে এই দুই মাস কয়কেনহোফে টিউলিপ উৎসব হয়। ৮০ একর বিস্তৃত এই বাগানের ভেতরে কয়েকটা সরোবরের চারপাশে রয়েছে বিভিন্ন জাতের, বিভিন্ন রঙের, বিভিন্ন নকশার টিউলিপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।