No more will my green sea go turn a deeper blue I could not foresee this thing happening to you
জুলিয়ান অ্যাসেঞ্জের উইকিলিক্সের পর এবার আসলো অস্ট্রেলিয়ার ভেট্রান জার্নালিস্ট জন পিল্জার এর ডকুমেন্ট্রি "দ্যা ওয়ার ইউ ডোন্ট সি ", আমেরিকার উপর উপর্যুপুরি আঘাত ৷ অসাধারণ এই ডকুমেন্ট্রিতে উঠে এসেছে কিভাবে স্লেন্টেড, ফেব্রিকেটেড রিপোর্টিংয়ের মাধ্যমে একের পর এক আনফেয়ার,আনএথিকল যুদ্ধকে নির্লজ্জভাবে দেয়া হয় বৈধতা,আদায় করা হয় কৌশলী জনসমর্থন ৷ সাক্ষাত্কার নেয়া হয় অনেকের যার মধ্যে অনেক উল্লেখযোগ্য "এমবেডেড ওয়ার করেস্পন্ডেন্ট" ও "হুইসেলব্লোয়ার" রাও আছেন ৷
"আই ডিডন্ট ডু মাই জব প্রপারলি,ডিডন্ট প্রেস দি আনকম্ফোরটেবল বাটনস হার্ড ইনাফ" বিবিসির রিপোর্টার রাগে ওমার এর সরল স্বীকারোত্তি ডকুমেন্ট্রিতে ৷ শুরুতেই দেখানো হয় মডার্ন প্রপাগ্যান্ডার পায়োনিয়ার এডওয়ার্ড বার্নেইজ-যে কিনা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ্যে মেয়েদের ধূমপানকে উইমেন লিবারেশনের সিম্বল বলে চালিয়ে মেয়েদের প্রকাশ্যে ধূমপানকে সেই ১৯২০ এর দিকে উত্সাহিত করেছিলো- সে কিভাবে ১ম বিশ্বযুদ্ধকে আমেরিকানদের কাছে "সেল" করেছিলো মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে ৷ জানা যায় ইরাক যুদ্ধ নিয়ে কিভাবে যুদ্বের আগে ও পরে আমেরিকান ও ব্রিটিশ মিডিয়া নির্লজ্জ মিথ্যাচার চালিয়ে অন্যায় এই যুদ্ধকে বৈধতা দেয়,এমবেডেড জার্নালিস্টদের ম্যানিপুলেটেড রিপোর্টিংয়ের মাধ্যমে ফক্স, সিবিসি,সিএনএন,বিবিসি কিভাবে সরকারের হীনস্বার্থকে সর্বাত্মক সহযোগিতা করে যায় ৷ একপর্যায়ে ফক্স নিউজে বলতে শুনা যায় "উই এক্সপেক্ট এভরি আমেরিকান টু সাপোর্ট আওয়ার মিলিটারী এন্ড ইফ দে ক্যান্ট ডু দ্যাট দে ক্যান শাট আপ" ৷ অন্যদিকে "আল জাজিরা" যখন সাহসিকতার সাথে সত্য তুলে ধরছিল তখন তাদের থামানোর জন্য তাদের অফিসে চালানো হয় বোমা হামলা ৷ এভাবেই চমকপ্রদক সব তথ্যে ভরপুর পুরো এই ডকুমেন্ট্রি ৷
আমি বলব সবার জন্যই অ্যা মাস্ট সি ডকুমেন্ট্রি,ইউ টিউব লিঙ্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।