আমাদের কথা খুঁজে নিন

   

"এই সরকার আমি মানি না, এই সরকার কারজাই (আফগানিস্তানের) সরকার।" সাকাচৌ।

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।

"এখানে বিচার হবে কেন, বিচার হবে কাওরান বাজারে, বিচার হবে পল্টনে, সেখানে ৫০০ আইনজীবী আসবে, প্রয়োজন হলে ৫ হাজার আইনজীবী আসবে। " "এই সরকারের পতন হতেই হবে। এ সরকারের আইনগত কোনো বৈধতা নেই।

এই সরকার আমি মানি না, এই সরকার কারজাই সরকার। " ' বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, "এই সরকারের পতন হতেই হবে। এ সরকারের আইনগত কোনো বৈধতা নেই। এই সরকার আমি মানি না, এই সরকার কারজাই (আফগানিস্তানের) সরকার। " আদালত থেকে যাওয়ার সময় নির্যাতনের অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার সময় এক পর্যায়ে চিৎকার শুরু করেন সালাউদ্দিন।

বারবার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই'র নাম ধরে তিনি বলেন, "কোথায় ডিজিএফআই? ডাক তাদের। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।