আমাদের কথা খুঁজে নিন

   

### মানবতা

আমরা এ মাটির সন্তান । আসুন, আমরা দূর্নীতি-গ্রস্থ না হয়ে হই মাটির মানুষ । কাজ করি মানবতার কল্যনে।

এসো স্বপ্ন কুড়াই অজানা মনের আঙ্গিনায়, যেখানে বাস করে মানুষ আর মানবতা, যেখানে নেই কোন স্বার্থপরতা । স্বার্থ-হীন ভাবে মোরা হই স্বপ্নিল পথের যাত্রি । আমার সব পকেট আজ স্বপ্ন দিয়ে ভরা সারাটা-দিন কুড়িয়েছি স্বপ্ন, কাটিয়ে সব জরা । তোমরা নিবে কি মোর স্বপ্ন-গুলো, এখনো আছে কড়কড়া । এসো ভাগ করে নেই সকলের সুন্দর স্বপ্ন-গুলোকে, জীবন গড়ি মানবতার আলোকে । জ্বলে উঠুক বাংলাদেশ মোদের মানবতার ঝলকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।