নিজকে নিয়ে উদাস আমি, পরকে নিয়ে কখন ভাবি...
বহুদনি হল বাড়ি থেকে আসছি... হঠাৎ মনটা বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। মায়ের হাতের শীতের পিঠার স্বাদ নিতে মন আনচান করতে থাকে। কিন্তু শহুরে যান্ত্রিক ব্যস্ততার জন্য কোন ভাবেই সময় করে উঠতে পারছিলাম না...। পাশাপাশি বন্ধুদের মিস করার ভয় তো আছেই। সামুর মজটা মাত্র পেতে শুরু করছি...। এরমাঝেই গ্যাপ হয়ে যাবে ৪/৫দিন ... খুব কষ্ট হচ্ছিল। হঠাৎ মায়ের ফোন “বাবা কবে আসবি”? আর থাকতে পারিনি মন উদাস হয়ে দৌড়াতে থাকে আমার গায়ের বাঁশ তলার মেঠো পথে।
কি আর করা যাইগা বাড়িত। তয় সামুরে খুব মসি করুম... সব্বাই ভাল থাইক্যেন। আমার জন্য দোয়া রাইখ্যেন... আবার দেখা হবে... তার আগে মায়ের বানানো পিঠা খাইয়া লই... ওহ্ হো দাওয়াতটাতো দিতে মনে--ই নাই...
সব্বাইকে শীতের পিঠার দাবাত... খোদা........হাফেজ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।