কথা ও সুর: জুবায়ের জুয়েল
-----------------------------------------------------------
শহীদ কম: মোফাখখার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে
২০০৪ সালের ১৬ ডিসেম্বর রচিত
-----------------------------------------------------------
খবর শোন দেশবাসী !
RAB ধরেছে সন্ত্রাসী !!
সন্ত্রাসীটা দুর্ধর্ষ চরমপন্থী নেতা ;
কত মামলার আসামী সে, কি ভয়ানক কথা !
তারে নিয়ে আস্তানাতে RAB গিয়েছে রাতে
ভীষণ যুদ্ধ ওৎ পাতা সব সহযোগীর সাথে !!
তারপর ?
ক্রসফায়ার !!!
তারপরে তো ক্রসফায়ার
গল্পটা যে চমৎকার !!
বাষট্টি বছরের বৃদ্ধ সেও নাকি সন্ত্রাসী !!
মিল-কারখানা হয় বন্ধ, দ্রব্যমূল্য বাড়ে;
শাসক-শোষকগোষ্ঠী তবু মার্সেডিজে চড়ে !
কুলি-মজুর সন্ত্রাসী হয় রাষ্ট্রের আশির্বাদে,
আম-জনতার সুখ-শান্তি মুখ লুকিয়ে কাঁদে !!
রাষ্ট্র যখন গডফাদার ,
কার স্বার্থে ক্রসফায়ার ??
বিপ্লবীও মরছে পোষা সন্ত্রাসীর পাশাপাশি !!
শত শত দিপালীরা আত্মহত্যা করে ;
আদমজীর ঐ বৃদ্ধ শ্রমিক চিকিৎসাহীন মরে !
এই রাষ্ট্রে উপোষ মরার নামই গণতন্ত্র
বাঁচার লড়াই চরমপন্থা-অন্যায়-ষড়যন্ত্র !!
বাঁচতে চাওয়ার কি দরকার ?
RAB দেবে যে ক্রসফায়ার !!
গুলি খেয়ে মরার চেয়ে না খেয়ে মরতে রাজি !!
রাষ্ট্র চলছে সাম্রাজ্যবাদের ইশারাতে ;
জঙ্গি নেতা ঘুরে বেড়ায় মিনিস্টারের সাথে !
র্যাবের কাজ কি- জানতে চাওয়া এই রাষ্ট্রে মানা
পূর্ব বাঙলায় করবে ঘাঁটি আমেরিকান সেনা !!
RAB যে রক্ষী বাহিনী !
চিনতে তো ভুল করিনি !!
আসলে ভাই গল্প শুনতে আমরা যে ভালোবাসি !!
কে কারে কয় সন্ত্রাসী !
র্যাব ধরেছে সন্ত্রাসী !
মরছে দেখো বিপ্লবী !
খবর শোন দেশবাসী !
------------------------------------লাল সেলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।