আমাদের কথা খুঁজে নিন

   

রাবি,ইবি,তারপর ঢাবি এবং সর্বশেষ চবি



রাবি,ইবি,তারপর ঢাবি এবং সর্বশেষ চবিতে শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযোদ্ধের মূল্যবোধে বিশ্বাসী প্যানেলের নিরঙ্কুশ বিজয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে একটি ছাড়া সব পদে সরকার সমর্থিত হলুদ দলের কাছে হেরেছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল। নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষক জোট ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদে উদ্বুদ্ধ শিক্ষক সমাজের (সাদা দল) ব্যানারে এবং সরকার সমর্থিত শিক্ষক জোট মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজের (হলুদ দল) ব্যানারে অংশ নেয়। ২০০৪ সালের পর গত ছয়টি নির্বাচনে সাদা দল তাদের প্রাধান্য বজায় রেখেছিল। বুধবার সন্ধ্যায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ২০১১ সালের এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আফসার আলী ফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ছয়শ ৪৫ জন ভোটারের মধ্যে পাঁচশ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সমিতির ১১টি পদের বিপরীতে সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১০টিতেই হলুদ দল বিজয়ী হয়েছে। একটি মাত্র সদস্য পদে সাদা দল বিজয়ী হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক রুহুল আমিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী।

হলুদ দলের এই দুই প্রার্থীর বিপরীতে সাদা দলের পরাজিত প্রার্থীরা হলেন, সভাপতি পদে জীব বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন। এছাড়া হলুদ দলের অন্য বিজয়ী প্রার্থীরা হলেনÑ সহ-সভাপতি বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের ড. মোহাম্মদ সফিউল আলম, কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক পদে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অ্যাপক মোহাম্মদ আসাদুল হক, নির্বাহী সদস্য পদে অধ্যাপক ড. আবুল মনসুর, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক ও মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের অধ্যাপক সালামত উল্যাহ ভূঁইয়া। সাদা দলের একমাত্র বিজয়ী প্রার্থী হলেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ আতিয়ার রহমান। তিনি দুশ ৪৩ ভোট পেয়ে সদস্য পদে সর্বনিম্ন ষষ্ঠতম স্থান পেয়েছেন। তথ্যঃ bdnews24.com


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।